ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫

রূপগঞ্জে যুবদলের লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ০৯:৪৮ পিএম
রূপগঞ্জে যুবদলের লিফলেট বিতরণ। ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা রাষ্ট্র সংস্কারমূলক রূপরেখা জনগণের মধ্যে ছড়িয়ে দিতে রূপগঞ্জে লিফলেট বিতরণ কর্মসূচি চালিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

শুক্রবার (২৫ জুলাই) জুমার নামাজের পর রূপগঞ্জ উপজেলার গন্ধর্বপুর মধ্যপাড়া আটানী বায়তুল আকসা জামে মসজিদ এলাকায় এই প্রচার কার্যক্রম চালানো হয়। কর্মসূচিতে নেতৃত্ব দেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ দুলাল হোসেন।

তিনি সাধারণ মুসল্লি ও এলাকাবাসীর মাঝে লিফলেট বিতরণ করেন এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও ৩১ দফার মূল বক্তব্য তুলে ধরেন। এ সময় বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

দুলাল হোসেন বলেন, ‘গত ১৭ বছর ধরে দেশের জনগণ একদলীয় শাসন ও ফ্যাসিবাদের শিকার হয়ে মানবাধিকার, বাকস্বাধীনতা ও ভোটাধিকার হারিয়েছে। কিন্তু ২০২৪ সালের গণজাগরণ প্রমাণ করেছে, মানুষ তাদের অধিকার ফিরিয়ে আনতে প্রস্তুত।’

তিনি আরও বলেন, ‘তারেক রহমানের ৩১ দফা কেবল রাজনৈতিক কর্মসূচি নয়; এটি রাষ্ট্র পুনর্গঠনের একটি সুপরিকল্পিত রূপরেখা। এর মাধ্যমে আমরা অর্থনীতি, প্রশাসন, বিচারব্যবস্থা ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চাই।’

এ সময় স্থানীয় যুবদল ও ছাত্রদল নেতৃবৃন্দও লিফলেট বিতরণে অংশগ্রহণ করেন। তারা সাধারণ মানুষকে বিএনপির পক্ষ থেকে আশ্বস্ত করেন যে, দেশকে সঠিক পথে এগিয়ে নিতে তারা রাজনৈতিকভাবে প্রস্তুত এবং জনগণের পাশে থাকবে।

স্থানীয়রা জানান, তারা দীর্ঘদিন ধরে নিপীড়ন-নির্যাতনের শিকার। একটি সত্যিকারের গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা এবং নাগরিক অধিকার ফিরিয়ে আনার প্রত্যাশা করছেন তারা। এ ধরনের লিফলেট বিতরণ কার্যক্রমে জনগণ আরও বেশি সচেতন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

প্রসঙ্গত, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চলতি বছরের শুরুতে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেন, যেখানে রাষ্ট্র সংস্কার ও জনগণের অধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্য তুলে ধরা হয়।