ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫

মুক্তিযুদ্ধের ‘ওহিদুর বাহিনীর’ অধিনায়ক ওহিদুর রহমান মারা গেছেন

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০২:৪৬ পিএম
বীর মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান। ছবি- সংগৃহীত

মুক্তিযুদ্ধের সময় গঠিত ‘ওহিদুর বাহিনী’র অধিনায়ক ও বীর মুক্তিযোদ্ধা ওহিদুর রহমান আর নেই। 

শনিবার (২৬ জুলাই) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

বার্ধক্যজনিত জটিলতায় দীর্ঘদিন ধরে ভুগছিলেন ওহিদুর রহমান। তার মৃত্যু নিশ্চিত করেছেন ‘ওহিদুর বাহিনীর’ অন্যতম সদস্য মুক্তিযোদ্ধা হাসানুজ্জামান ভুলু।

ওহিদুর রহমানের প্রথম জানাজা আজ বাদ এশা নওগাঁ শহরের নওজোয়ান মাঠে এবং দ্বিতীয় জানাজা রোববার সকাল ১০টায় তার গ্রামের বাড়ি আত্রাই উপজেলার রসুলপুরে অনুষ্ঠিত হবে।

মুক্তিযুদ্ধের সময় রাজশাহী, নওগাঁ ও নাটোর অঞ্চলে প্রায় দুই হাজার মুক্তিযোদ্ধা নিয়ে একটি সশস্ত্র বাহিনী গড়ে তুলেছিলেন ওহিদুর রহমান, যা পরে ‘ওহিদুর বাহিনী’ নামে পরিচিতি পায়। জলপথনির্ভর এই বাহিনীর নৌকার বহর স্থানীয়ভাবে পরিচিত ছিল ‘ওহিদুরের বায়ান্ন ডিঙ্গি’ নামে।

১৯৭১ সালের ৬ সেপ্টেম্বর আত্রাইয়ের সাহাগোলা ব্রিজ ধ্বংস করে পাকিস্তানি বাহিনীর রসদ ও চলাচল ব্যাহত করেন তারা। একই মাসের ১৯ তারিখ তারানগর বাউল্লায় পাকিস্তানি বাহিনীর নৌবহরে অতর্কিত হামলা চালিয়ে ১৫০ সৈন্যকে হত্যা করে বাহিনীটি।

ওহিদুর রহমান ছাত্রজীবনে বাম রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৬৭-৬৮ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র ইউনিয়নের (মেনন গ্রুপ) সভাপতি এবং কেন্দ্রীয় সহসভাপতির দায়িত্বে ছিলেন।

জাতির এই শ্রেষ্ঠ সন্তানকে হারিয়ে গভীর শোক প্রকাশ করেছেন স্থানীয় মুক্তিযোদ্ধা ও সাধারণ মানুষ।