ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫

পাল্টা শুল্কের প্রভাবে কমতে পারে জিডিপি প্রবৃদ্ধি: এডিবির পূর্বাভাস

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০২:৪৪ পিএম
ছবি- সংগৃহীত

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্কের প্রভাবে ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হ্রাস পেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। রপ্তানি খাতের ধীরগতির পাশাপাশি শিল্প খাতের স্থবিরতাও এই প্রবৃদ্ধি কমার অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক জুলাই সংস্করণে এডিবি এই পূর্বাভাস দিয়েছে। তবে এবার দেশভিত্তিক নির্দিষ্ট প্রবৃদ্ধির হার না জানিয়ে আঞ্চলিক বিশ্লেষণে সামগ্রিক প্রবণতা তুলে ধরা হয়েছে।

এডিবির এপ্রিল ২০২৫ সংস্করণে বলা হয়েছিল, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হতে পারে ৫.১ শতাংশ। কিন্তু যুক্তরাষ্ট্র কর্তৃক বাংলাদেশি পণ্যের ওপর আরোপিত পাল্টা শুল্ক সেই পূর্বাভাসকে ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

এপ্রিল মাসে যুক্তরাষ্ট্র প্রশাসন বাংলাদেশি কিছু রপ্তানি পণ্যের ওপর ৩৭ শতাংশ পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দেয়, যা পরে কমিয়ে ৩৫ শতাংশ নির্ধারণ করা হয়। এই শুল্ক ২০২৫ সালের ১ আগস্ট থেকে কার্যকর হওয়ার কথা। ফলে তৈরি পোশাকসহ রপ্তানিনির্ভর খাতে নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন অর্থনীতিবিদ ও ব্যবসায়ীরা।

রপ্তানিনির্ভর বাংলাদেশের অর্থনীতিতে সবচেয়ে বড় অবদান রাখে তৈরি পোশাক খাত। নতুন শুল্ক কাঠামোর ফলে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে পণ্যগুলোর জন্য বাড়তি কর গুণতে হবে। এতে রপ্তানি আদেশ কমে যাওয়ার পাশাপাশি উৎপাদন ও কর্মসংস্থানের ওপর চাপ তৈরি হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

এডিবির জুলাই সংস্করণে মূল্যস্ফীতি নিয়ে বলা হয়েছে, বিদায়ী ২০২৪-২৫ অর্থবছরে কিছুটা স্থিতিশীলতা ফিরে এসেছে। বৈশ্বিক পণ্যমূল্য কমা, কঠোর আর্থিক ও রাজস্বনীতি এই পরিস্থিতির পেছনে ভূমিকা রেখেছে।

এডিবি পূর্বাভাসে জানিয়েছে, ২০২৫-২৬ অর্থবছরে গড় মূল্যস্ফীতি ৮ শতাংশে নেমে আসতে পারে, যা পূর্ববর্তী প্রক্ষেপণের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানায়, ২০২৫ সালের জুনে সার্বিক মূল্যস্ফীতি কমে দাঁড়ায় ৮.৪৮ শতাংশ, যা ২০২২ সালের জুলাইয়ের পর সর্বনিম্ন। তবে এর আগের এক বছরে খাদ্য মূল্যস্ফীতি ছিল অত্যন্ত উচ্চ, যা জুলাই ২০২৪-এ পৌঁছায় ১৪.১০ শতাংশে ১৩ বছরের মধ্যে সর্বোচ্চ। পরবর্তী পাঁচ মাসে তা ধীরে ধীরে ১০ শতাংশের নিচে নামে।