নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির অস্থায়ী অফিসের ভাড়ার টাকা চাওয়ায় জাহাঙ্গীর হোসেন (৫৭) নামের এক দোকানমালিককে পিটিয়ে হত্যার ঘটনায় বিএনপির পাঁচজন নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৩০ জুলাই) রাতে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃতরা হলেন আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা প্রধান (সাবেক মেম্বার), নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক খোকন প্রধান, বিএনপি সদস্য রাসেল প্রধান, আলম মিয়া ও সাদ্দাম হোসেন।
বহিষ্কারাদেশে বলা হয়েছে, ৩০ জুলাই নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজারে ব্যবসায়ী জাহাঙ্গীর হোসেন হত্যাকাণ্ডের নির্মম ঘটনা ঘটেছে। এই ঘটনার প্রেক্ষিতে ওপরে উল্লেখিত ব্যক্তিদের বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হলো।
বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ বলেন, ‘এ ঘটনায় পাঁচজনকে বহিষ্কার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হবে।’
এর আগে, বুধবার (৩০ জুলাই) সকালে আড়াইহাজার উপজেলার মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজারে বিএনপির অস্থায়ী অফিসের ভাড়ার টাকা চাওয়ায় দোকানমালিক জাহাঙ্গীর হোসেনকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। দোকান ভাড়া নিয়ে অস্থায়ীভাবে মাহমুদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির কার্যক্রম চললেও দীর্ঘদিন ধরে ভাড়ার টাকা না দেওয়ায় এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর হোসেন ওই এলাকার তালেব আলীর ছেলে ও পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী। সালমদী বাজারে তার একটি মুদির দোকানসহ মোট চারটি দোকান রয়েছে।
অভিযুক্তরা হলেন মাহমুদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোতা মেম্বার, তার ছেলে খোকন প্রধান, রাসেল প্রধান, ভাতিজা সাদ্দাম হোসেন ও আলম মিয়া। তারা সবাই বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-অর্থবিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের অনুসারী।
বিরোধের কারণ উল্লেখ করে নিহতের ছেলে রাসেল হোসেন বলেন, গত ৫ আগস্টের পর মাহমুদুর রহমান সুমনের অনুসারী তোতা মেম্বার সালমদী বাজারে তার বাবার কাছ থেকে ৩০ হাজার টাকায় তিনটি দোকান ভাড়া নেন। এর মধ্যে একটিতে মাহমুদপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির অস্থায়ী কার্যালয় স্থাপন করা হয়। বাকি দুই দোকানের ভাড়া পরিশোধ করলেও বিএনপি কার্যালয়ের দোকানটির ১০ হাজার টাকা ভাড়া পরিশোধ করা হয়নি। এ নিয়ে বিরোধ তৈরি হয়।
ঘটনার বিবরণ দিয়ে তিনি বলেন, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে তার বাবা জাহাঙ্গীর হোসেন ভাড়া চাইতে তোতা মেম্বারের কাছে যান। ভাড়া চাইলে তোতা মেম্বার টালবাহানা শুরু করেন। একপর্যায়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডা হয়। তখন তোতা মেম্বার তার বাবাকে চড় দেন।
তিনি আরও বলেন, খবর পেয়ে তোতা মেম্বারের ছেলে খোকন, রাসেল, ভাতিজা সাদ্দাম ও আলমসহ আরও কয়েকজন মিলে বিএনপি কার্যালয়ের ভেতরেই তার বাবাকে এলোপাতাড়ি মারধর করেন। পরে গুরুতর আহত অবস্থায় জাহাঙ্গীর হোসেনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনার পর থেকে তোতা মেম্বারসহ তার অনুসারীরা সবাই ‘আত্মগোপনে’ চলে গেছেন।

 
                             
                                    


 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন