নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কুশিয়ারা এলাকায় ছোট ভাইয়ের স্ত্রী নদী আক্তারকে (৩০) কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন ভাসুর রবিউল হাসান আবির (৩৫)।
রোববার (৩ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।
বন্দর থানার ওসি লিয়াকত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্ত রবিউল হাসান নিজেই থানায় এসে হত্যার দায় স্বীকার করেছেন। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি পুলিশের কাছে হস্তান্তর করেছেন।
তিনি বলেন, ‘ঘটনার পরপরই রবিউল থানায় এসে আত্মসমর্পণ করেন। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। বিস্তারিত জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় ঘরের ভেতর কোনো বিষয় নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে রবিউল ধারালো অস্ত্র দিয়ে নদীকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।