ঢাকা শনিবার, ০৯ আগস্ট, ২০২৫

আ.লীগের প্রশ্রয়ে অটোরিকশাচালক থেকে কোটিপতি

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ০৪:১৭ পিএম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার চালক থেকে কোটিপতি হয়ে ওঠা এবং মাদকসহ একাধিক গুরুতর অভিযোগে যুবক আটক। ছবি- রূপালী বাংলাদেশ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সিএনজিচালিত অটোরিকশার চালক থেকে কোটিপতি হয়ে ওঠা এবং মাদকসহ একাধিক গুরুতর অভিযোগে আলোচিত দাউদপুর ইউনিয়নের নাগদা গ্রামের মোতালিবকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১।

শুক্রবার (৮ আগস্ট) রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে গ্রেপ্তার করে রূপগঞ্জ থানায় হস্তান্তর করেছে।

স্থানীয়দের অভিযোগ, গত দেড় দশকেরও বেশি সময় ধরে দাউদপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের স্বেচ্ছাসেবক লীগের সভাপতির দায়িত্বে থাকা মোতালিব রাজনৈতিক আশ্রয়ে মাদক ব্যবসা, জমি দখল, চাঁদাবাজি, নারী কেলেঙ্কারি ও সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে রয়েছে।

মোতালিব ও তার সহযোগী নেওয়াজের বিরুদ্ধে অভিযোগ, তারা জোরপূর্বক প্রায় ২০ বিঘা কৃষিজমিতে বালু ভরাট করে শতাধিক ভুয়া দলিল তৈরি করেছেন। প্রতিবাদ করলেই হামলা-মামলা, অবৈধ অস্ত্র প্রদর্শন ও কিশোর গ্যাং ব্যবহার করে তৎপরতার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয়রা আরও জানান, মোতালিব প্রায় এক দশক আগে এক প্রভাবশালী পরিবারের গৃহবধূর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। প্রথম স্ত্রী থাকা সত্ত্বেও গোপনে দ্বিতীয় বিয়ে করেন। দ্বিতীয় স্ত্রী অভিযোগ করেছেন, মোতালিবের নারী কেলেঙ্কারি ও অসামাজিক কর্মকাণ্ডের কারণে তিনি প্রায় দুই বছর ধরে আলাদা থাকছেন। সম্প্রতি যমুনা ব্যাংকের এক নারী কর্মচারীর সঙ্গে তার কক্সবাজার ভ্রমণের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ছাত্র আন্দোলন দমনে কাঞ্চন সেতুর কাছে লাঠিচার্জ ও গুলি চালানোর অভিযোগও মোতালিবের বিরুদ্ধে রয়েছে। 

রূপগঞ্জ থানায় দায়ের হওয়া একটি মামলার অভিযোগপত্রে উল্লেখ রয়েছে, ২০২১ সালের ২ অক্টোবর মোতালিব ও তার অনুসারীরা অস্ত্র ও ককটেল নিয়ে একটি বাড়িতে হামলা চালিয়ে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি করেছে এবং মূল্যবান জিনিসপত্র লুট করেছে। এ সময় ককটেল বিস্ফোরণ ও ফাঁকা গুলি চালিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করা হয়।

রূপগঞ্জ থানার ওসি তরিকুল ইসলাম বলেন, মোতালিবকে র‌্যাব-১ গ্রেপ্তার করেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে ৭ দিনের রিমান্ড আবেদনসহ আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে অন্য মামলা রয়েছে কি না, তা তদন্ত চলছে।

পুলিশ জানায়, রিমান্ডে নিয়ে মোতালিবের কাছ থেকে অবৈধ অস্ত্র উদ্ধার, বিস্ফোরকের উৎস অনুসন্ধান, পলাতক আসামিদের অবস্থান শনাক্ত ও ঘটনার গোপন রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।