নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের গোদনাইল এলাকার শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত (৪৪) এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
রোববার (২৪ আগস্ট) দুপুরে গোদনাইল ডাচবাংলা পাওয়ার প্লান্টের সামনে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবদুল মাবুদ জানান, ‘পাওয়ার প্লান্টের সামনে নদী থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হয়েছে। মরদেহটির পরিচয় এখনো শনাক্ত হয়নি। প্রায় গলে যাওয়ায় ধারণা করা হচ্ছে, অজ্ঞাত ওই ব্যক্তির মৃত্যু হয়েছে ১০ থেকে ১৫ দিন আগে।’
মরদেহটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।