নারায়ণগঞ্জের ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।
শনিবার (৩০ আগস্ট) সন্ধ্যায় শেহারচর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-শেহারচর এলাকার আমির আলীর স্ত্রী রোকসানা পারভীন (৫০) ও তার মেয়ে লামিয়া আক্তার (২৪)। লামিয়া স্থানীয় সরকারি তোলারাম কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরিফুল ইসলাম জানান, নিহতদের লাশ নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
পরিবারের সদস্যরা জানান, মাগরিবের নামাজ শেষে বাসায় ফিরে রোকসানার স্বামী আমির আলী বাড়ির পেছনে স্ত্রী ও মেয়েকে পড়ে থাকতে দেখতে পান। পরে তাদের হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ফতুল্লা থানার উপপরিদর্শক (এএসআই) কাজী আবুল বাসার বলেন, শেহারচর এলাকা নিচু হওয়ায় বৃষ্টির পানি টিনশেড ঘরে ঢুকে যায়। এ সময় পানি সেচার জন্য বৈদ্যুতিক পাম্প ব্যবহার করা হচ্ছিল। ধারণা করা হচ্ছে, ওই পাম্পের লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251030233957.webp) 
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন