নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈদ্যোরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকায় মেঘনা নদীতে দুই হাজার ব্যাগ সিমেন্টসহ ট্রলার ডুবে নিখোঁজ রানা ও শুভ নামের দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ ও সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল।
শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর ২টার সময় মেঘনা নদীর তলদেশ থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নিহত রনি সরদার (৩৪) বরিশালের বন্দর উপজেলার বিসারত গ্রামের আলী সরদারের ছেলে ও নিহত শুভ (১৯) একই এলাকার স্বপন মৃধার ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাত সাড়ে ৩টার দিকে সিমেন্টভর্তি ট্রলারটি ডুবে গিয়ে ট্রলারে থাকা দুই যুবক রানা ও শুভ মেঘনা নদীতে নিখোঁজ হয়। খবর পেয়ে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুই ঘণ্টা যাবৎ তাদের উদ্ধারের চেষ্টা চালিয়ে সন্ধান পায়নি। শুক্রবার পুনরায় সোনারগাঁ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও নৌ-পুলিশ যৌথভাবে প্রায় তিন ঘণ্টা খোঁজার পর নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার করে সোনারগাঁ থানায় নেয়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বৈদ্যেরবাজার ইউনিয়নের সোনাময়ী এলাকার আমান সিমেন্ট ফ্যাক্টরি থেকে বরিশাল যাওয়ার জন্য দুই হাজার ব্যাগ সিমেন্ট ভর্তি করে রানা ও শুভ নামের দুই যুবক ট্রলার নিয়ে বের হয়। দুপুরে মাঝ নদীতে ট্রলার নোঙর করে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) গভীর রাত সাড়ে ৩টার দিকে তলা ফেটে ট্রলারটি গভীর পানিতে তলিয়ে গেলে ট্রলারে থাকা ওই দুই যুবক পানিতে ডুবে গিয়ে নিখোঁজ হয়।
বৈদ্যেরবাজার নৌ-পুলিশ ফাঁডি়র ইনচার্জ (পরিদর্শক) মাহবুবুর রহমান জানান, সিমেন্টভর্তি করে ট্রলারটি মাঝ নদীতে গিয়ে অবস্থানকালে পানিতে তলিয়ে যায়। ট্রলারে থাকা দুই যুবক নিখোঁজ হওয়ার পর আজ শুক্রবার দুপুরে তাদের মরদেহ উদ্ধার করে সোনারগাঁ থানায় নিয়ে যাওয়া হয়েছে।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, মেঘনা নদীতে নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। কোনোরকম অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন