বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০৭:০০ পিএম

মুক্তিপণ না পেয়ে যুবককে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২৬, ২০২৫, ০৭:০০ পিএম

সিদ্ধিরগঞ্জ থানা। ছবি: রূপালী বাংলাদেশ

সিদ্ধিরগঞ্জ থানা। ছবি: রূপালী বাংলাদেশ

সিদ্ধিরগঞ্জে একটি পরিত্যক্ত ভবন থেকে তাকবির (১৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৬ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের ৪ নং ওয়ার্ডের ওয়াপদা কলোনি এলাকার বউবাজারে চার তলা পরিত্যক্ত ভবনের নিচতলা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিষয়টি সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ শাহিনূর আলম নিশ্চিত করেছেন। নিহত তাকবির ওই এলাকার নূর মোহাম্মদের ছেলে।

পরিবারের দাবি, একটি অপহরণকারী চক্র তাকবিরকে আটক রেখে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করেছিল।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরের দিকে স্থানীয়রা ভবনের নিচতলায় এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিহতের বাবা নূর মোহাম্মদ জানান, মঙ্গলবার রাতে আমার ছেলে বাসা থেকে বের হয়ে আর ফেরেনি। তার মোবাইল ফোন চালু থাকলেও বহুবার কল করেও তাকে পাওয়া যায়নি। বুধবার স্থানীয়দের কাছ থেকে জানতে পারি আমার ছেলের লাশ পাওয়া গেছে।

নিহতের বড় ভাই হৃদয় বলেন, একটি অজ্ঞাত নম্বর থেকে আমাদের কাছে ৪০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়েছিল। আমরা টাকা দিতে রাজি হইনি। বুধবার দুপুরে ভাইয়ের মৃত্যুর খবর পাই।

ওসি মোহাম্মদ শাহিনূর আলম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকবিরকে গতকাল (মঙ্গলবার) রাতে হত্যা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মুক্তিপণের বিষয়টি জানানো হয়েছে। ফোন নম্বরটি ট্র্যাক করা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ নিশ্চিত করা যাবে।

রূপালী বাংলাদেশ

Link copied!