অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘যদি নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে ব্যর্থ হন, তাহলে জনগণ আপনাকে ক্ষমা করবে না। আপনি বারবার বলেছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে।
তিনি আরও বলেন, ‘আমরাও চাই ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হোক। কোনো দলকে, কোনো ব্যক্তিকে কেন্দ্র করে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ মেনে নেবে না। আমরা দেখেছি বর্তমানে নির্বাচন পেছানোর ষড়যন্ত্র চলছে।’
মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ফয়জুল করীম।
তিনি বলেন, ‘যারা এত দিন নির্বাচন নির্বাচন জিকির করতেন, তারা এখন আর নির্বাচন নিয়ে জিকির করছেন না। তারা যেন নির্বাচন ভুলে গেছেন। কারণ মাঠ পর্যায়ে জরিপ করে দেখেছেন তাদের পায়ের নিচে মাটি সরে গেছে। বাংলাদেশের জনগণ চাঁদাবাজ, সন্ত্রাসকে ভোট দিতে চায় না।’
ফয়জুল করীম বলেন, ‘বাংলাদেশের মানুষ অনেক নির্বাচন দেখেছে। কিন্তু আগামীতে স্বচ্ছ, সুন্দর, গ্রহণযোগ্য ও নিরপেক্ষ নির্বাচন দেখতে চায়। যেখানে পেশিশক্তির ব্যবহার হবে না, কালো টাকার ছড়াছড়ি থাকবে না। মানুষ নিরবিঘ্নে ভোট দিতে পারবে। লেভেল প্লেয়িং ফিল্ডের ভিত্তিতে আমরা অন্তর্বর্তী সরকারের কাছে নির্বাচন প্রত্যাশা করছি। বাংলাদেশে মারামারি, দখলদারির নির্বাচন ত্যাগ করতে চাই। সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে।’
তিনি আরও বলেন, ‘আমার মন চায়, সবাই একই স্টেজে বসে নির্বাচন করবে। একসঙ্গে বসে দাওয়াত দেবে। একসঙ্গে চা-পান করবে, চলাফেরা করবে। জনগণ যাকে ইচ্ছা তাকে নির্বাচিত করবে। আমরা এ রকম পরিবেশ চাই। আমরা বাংলাদেশের নাগরিক সবাই একসঙ্গে থাকতে চাই। দেশের উন্নয়ন, দেশের মানুষের অধিকার ফিরিয়ে দিতে চাই। আমরা চাই সুন্দর পরিবেশে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন উপহার দেবে।’
নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা-সদর) আসনে নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলাম, মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ ও নারায়ণগঞ্জ-৪ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুফতি ইসমাঈল সিরাজীসহ প্রমুখ।


-20251209151610.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন