ঢাকা বুধবার, ১০ ডিসেম্বর, ২০২৫

হরিরামপুর থানার নতুন ওসি হলেন মোহাম্মদ আফজাল

হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৫, ০৯:৫৪ পিএম
মোহাম্মদ আফজাল হোসাইন। ছবি- রূপালী বাংলাদেশ

মানিকগঞ্জের হরিরামপুর থানার ওসি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ আফজাল হোসাইন।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) হরিরামপুর থানার ওসি হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করেন।

তিনি ইতিপূর্বে নরসিংদীর শিবপুর মডেল ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ থানায় দায়িত্ব পালন করেছেন এবং নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন।

ওসি মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, ‘আমি হরিরামপুর থানাকে মাদক, দুর্নীতি, সন্ত্রাস, কিশোরগ্যাং ও জঙ্গীবাদমুক্ত করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে সেবা মূলক পুলিশিং কার্যক্রম চালানোর লক্ষ্যে সকলের সহযোগিতা ও দোয়া কামনা করছি।’