নাটোরের নলডাঙ্গায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতা ও নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র মনিরুজ্জামান মনিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার ( ১০ মে) রাত দুইটার দিকে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
মনিরুজ্জামান মনির নলডাঙ্গা পৌরসভার সাবেক মেয়র ও নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং পৌরসভার সাবেক মেয়র মৃত শফির উদ্দিন মন্ডলের ছেলে।
এ বিষয়ে নলডাঙ্গা থানার ওসি জনাব মো. মনোয়ার জাহান বলেন, পৌরসভার সাবেক মেয়র মনিরুজ্জামান মনিরকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে থাকা সব মামলার আইনানুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে।
আপনার মতামত লিখুন :