নাটোরের সিংড়ায় রাজস্ব ফাঁকির অপচেষ্টা রুখে দিলেন উপজেলার সাব-রেজিস্ট্রার আসিফ নেওয়াজ। বৃহস্পতিবার দুপুরে কৌশল ও দক্ষতার মাধ্যমে তিনি এ পদক্ষেপ নেন।
অফিস সূত্রে জানা গেছে, সিংড়া উপজেলার সোয়াইড় গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে আরিফুল ইসলাম একটি বিক্রয় কবলা দলিল দাখিল করেন। দলিলে সম্পত্তির বিক্রয়মূল্য দেখানো হয় ২ লাখ ৬১ হাজার টাকা।
তবে গোপন সংবাদের ভিত্তিতে অনুসন্ধান চালিয়ে সাব-রেজিস্ট্রার জানতে পারেন, আরিফুল ইসলাম চলতি বছরের ফেব্রুয়ারিতে একই জমি ২১ লাখ টাকায় এনামুল হক নামের এক ব্যক্তির কাছে বায়নানামা রেজিস্ট্রি করেন।
কিন্তু তিনি সেই বায়নানামা তথ্য গোপন রেখে কম দামে দলিল রেজিস্ট্রির মাধ্যমে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়ার চেষ্টা করছিলেন।
এ বিষয়ে জানতে চাইলে শনিবার (২ আগস্ট) দুপুরে সিংড়া সাব-রেজিস্ট্রার আসিফ নেওয়াজ বলেন, এই অপতৎপরতা রুখে দেওয়া সম্ভব হয়েছে। দলিলটি প্রকৃত মূল্যে এবং যথাযথভাবে সরকারি রাজস্ব ও ফিসাদি পরিশোধ করে রেজিস্ট্রি করানোর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, এ ধরনের অপচেষ্টা প্রতিরোধে অফিসের কর্মচারী, দলিল লেখক এবং সাধারণ জনগণকে সচেতন থাকতে হবে এবং সঠিক তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান জানাচ্ছি।