ঢাকা বৃহস্পতিবার, ০৭ আগস্ট, ২০২৫

লালপুরে জামায়াতে ইসলামীর গণমিছিল ও সমাবেশ

লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৬, ২০২৫, ১০:১২ পিএম
নাটোরের লালপুরে জামায়াতে ইসলামীর গণমিছিল। ছবি- রূপালী বাংলাদেশ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নাটোরের লালপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে বর্ণাঢ্য গণমিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৬ আগস্ট) বিকেলে রামকৃষ্ণপুর চিনিবটতলা থেকে মিছিলটি শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শ্রী সুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।

মিছিলে অংশ নেওয়া কয়েক হাজার নেতাকর্মী ফ্যাসিবাদবিরোধী নানা স্লোগানে মুখরিত করে তোলে আশপাশের এলাকা।

সমাবেশে সভাপতিত্ব করেন লালপুর উপজেলা জামায়াতের আমির মাওলানা আবুল কালাম আজাদ এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন।

নাটোরের লালপুরে জামায়াতে ইসলামীর সমাবেশ। ছবি- রূপালী বাংলাদেশ

বক্তব্য রাখেন নাটোর জেলা জামায়াতের আমির অধ্যাপক ড. মীর নুরুল ইসলাম, লালপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ রানা, সহকারী সেক্রেটারি মহসিন আলম এবং ইসলামী ছাত্রশিবির নাটোর জেলা সভাপতি জাহিদ হাসান।

বক্তারা বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী এমন একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণে কাজ করছে, যেখানে ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। তারা আরও বলেন, নতুন করে যেন ফ্যাসিবাদ এ দেশে ফিরে না আসে, সেজন্য সবাইকে গণতন্ত্রের পক্ষে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সমাবেশ শেষে ২০০৭ সালের জুলাই গণঅভ্যুত্থানে নিহত শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।