নাটোরের লালপুরে অনুমতি ছাড়া সরকারি মাটি কাটার অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ অক্টোবর ) সকালে উপজেলার ওয়ালিয়া ইউনিয়নের নান্দরায়পুর এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবির হোসেনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এই জরিমানা করেন।
ভ্রাম্যমাণ আদালতের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবির হোসেন জানান, অনুমতি ছাড়া সরকারি নদীর পার্শে ডহর থেকে অবৈধভাবে মাটি কাটার অপরাধে ওয়ালিয়া ইউনিয়নের নান্দরায়পুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
এ সময় নান্দরায়পুর এলাকার হোসেন আলীর ছেলে জিয়াউর রহমানকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর আওতায় (৫০) হাজার টাকা জরিমানা করা হয়। আগামীতেও এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন