শাপলা প্রতীক না পেলে নির্বাচন কমিশন (ইসি) থেকে নিবন্ধন নেবে না বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে ইসি সচিবের বক্তব্যের প্রতিক্রিয়ায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সারোয়ার তুষার বলেন, ‘ইসি সচিবের বক্তব্য স্বৈরাচারী মনোভাবের প্রতিফলন। শাপলা প্রতীক অবশ্যই দিতে হবে কমিশনকে। প্রতীক নিয়ে নির্বাচনে কোনো জটিলতা সৃষ্টি হলে তার দায় নির্বাচন কমিশনকেই নিতে হবে।’
তিনি আরও দাবি করেন, নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কোনো আইনি ভিত্তি নেই। ইসি চাইলে শাপলা প্রতীক তালিকাভুক্ত করে দিতে পারে বলেও মন্তব্য করেন এনসিপির এই নেতা।
অন্যদিকে, এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন, ‘এনসিপি শাপলা পাবে।’
এর আগে দুপুরে নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, জাতীয় নাগরিক পার্টি ১৮ অক্টোবরের মধ্যে বিকল্প প্রতীক না বাছাই করলে ইসি নিজেই সিদ্ধান্ত নেবে।
তিনি আরও জানান, বর্তমান নির্বাচনি বিধিমালায় শাপলা প্রতীক অন্তর্ভুক্ত না থাকায় তা সরাসরি দেওয়ার সুযোগ নেই। তবে ১৯ অক্টোবরের মধ্যে এনসিপি যদি কোনো বিকল্প না বেছে নেয়, ইসি তখন প্রতীক বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত দেবে।
উল্লেখ্য, শাপলা প্রতীক দাবিতে এনসিপি একাধিকবার নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করেছে এবং লিখিত আবেদনও দিয়েছে। দলটি জানিয়ে এসেছে, প্রয়োজনে এই প্রতীক পেতে তারা আন্দোলনে নামবে এবং নিবন্ধন না নেওয়ার সিদ্ধান্তেও অটল থাকবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন