গণঅভ্যুত্থানের পরপরই জাতীয় সংসদ নির্বাচন হতে পারত; কিন্তু জাতীয় ও আন্তর্জাতিক ‘ষড়যন্ত্রের কারণে’ সময় পিছিয়ে গেছে বলে মনে করছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বিএনপিকে ঠেকানোর জন্যই ইচ্ছাকৃতভাবে নির্বাচন বিলম্বিত করা হয়েছে বলেও মনে করেন তিনি।
মঙ্গলবার (১৪ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবে বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান আফসার আহমদ সিদ্দিকীর মৃত্যুবার্ষিকীর আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন।
শামসুজ্জামান দুদু বলেন, ‘বিএনপি এখনো দেশের সর্বাধিক জনপ্রিয় রাজনৈতিক দল। নির্বাচন অনেক আগেই হতে পারত, কিন্তু আমার মনে হয় বিএনপিকে ঠেকানোর জন্যই ইচ্ছাকৃতভাবে নির্বাচন বিলম্বিত করা হয়েছে।’
‘আমার কাছে মনে হয়, নির্বাচন অনেক আগেই (প্রথম তিন মাসের মধ্যেই) হতে পারত। জাতীয় ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে নির্বাচনের সময় পিছিয়ে গেছে। তবে এই নির্বাচন যখনই হোক না কেন, মানুষ প্রত্যাশা করে ও দৃঢ়ভাবে বিশ্বাস করে, বিএনপি—দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে—দেশে এক ভূমিধস বিজয় অর্জন করবে এবং বিএনপি পুনরায় সরকার গঠন করবে’, বলেন দুদু।
আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপির এই নেতা আরও বলেন, ‘আওয়ামী লীগ এখন ইতিহাসের এক অধ্যায় মাত্র। আমার মনে হয়, আওয়ামী লীগ আর কখনো রাজনীতিতে কার্যকরভাবে ফিরে আসতে পারবে না, এটা রাজনীতি-সচেতন সাধারণ মানুষও বিশ্বাস করে।’
‘মাঝে মাঝে দুই-একটি বিচ্ছিন্ন মিছিল করলেই কোনো সংগঠন দাঁড়িয়ে যাবে এমন ভাবার কোনো কারণ নেই’, যোগ করেন তিনি।
সভায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের মহাসচিব কাদের গনি চৌধুরী, লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান, বিএনপির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খান প্রমুখ বক্তব্য দেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন