এশিয়ান কাপ বাছাইয়ের ফিরতি লেগের ম্যাচে শক্তিশালী হংকংয়ের বিপক্ষে দুর্দান্ত লড়াই করে এক পয়েন্ট অর্জন করল বাংলাদেশ। ফরোয়ার্ড রাকিব হোসেনের ৮৪ মিনিটের গোলে স্বাগতিক হংকংয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করে মাঠ ছেড়েছে লাল সবুজের দল।
এ দিন প্রথমার্ধে পিছিয়ে পড়ার পর দ্বিতীয়ার্ধে একজন কম নিয়ে খেলা হংকংকে চেপে ধরে সমতায় ফেরে লাল-সবুজের প্রতিনিধিরা।
হংকংয়ের কাই তাক স্পোর্টস পার্কে অনুষ্ঠিত ম্যাচে বাংলাদেশের শুরুটা অবশ্য কঠিন ছিল। অভিজ্ঞ ডিফেন্ডার তারিক কাজী বক্সের ভেতর হংকং ফরোয়ার্ড ফার্নান্দোকে ফাউল করলে ৩৪ মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা।
জাপানিজ রেফারি তারিককে হলুদ কার্ড দেখান। স্পট কিক থেকে ম্যাট ওর গোল করলে ০-১ গোলে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।
তবে ম্যাচের নাটকীয় মোড় আসে দ্বিতীয়ার্ধে। ৭৩ মিনিটে বাংলাদেশের শমিতকে ফাউল করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন হংকংয়ের অলিভার গেরবিগ। দশজনের দলে পরিণত হয় হংকং। এই সুযোগ কাজে লাগাতে মরিয়া হয়ে ওঠে বাংলাদেশ।
১০ জনের হংকংকে চেপে ধরে বাংলাদেশের আক্রমণ আরও ধারালো হয়। ফল আসে ম্যাচের ৮৪ মিনিটে। বদলি ফুটবলার ফাহিম বাম প্রান্ত থেকে দারুণ এক ক্রস বাড়ান। সেই বলে হেডে বল নামিয়ে দেন ফাহমিদুল। আর সেই বল প্লেসিংয়ে জালে জড়িয়ে বাংলাদেশকে সমতায় ফেরান ফরোয়ার্ড রাকিব হোসেন।
বাকি সময় আর কোনো গোল না হওয়ায় ১-১ গোলের সমতা নিয়েই শেষ হয় ম্যাচ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন