মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০৫:২১ পিএম

৫ দফা দাবিতে রাজধানীতে ২০ কিলোমিটার সড়কজুড়ে জামায়াতের মানববন্ধন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২৫, ০৫:২১ পিএম

ছবি -সংগৃহীত

ছবি -সংগৃহীত

গণমানুষের ৫ দফা বাস্তবায়নের দাবিতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে গাবতলী পর্যন্ত প্রায় ২০ কিলোমিটারজুড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। 

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন সড়কে দলের নেতাকর্মী ও সাধারণ মানুষ ব্যানার-ফেস্টুন হাতে এই কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। কর্মসূচিতে সভাপতিত্ব করেন দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির মো. নূরুল ইসলাম বুলবুল।

বক্তারা অভিযোগ করেন, সরকার গণভোট ও জাতীয় নির্বাচন একদিনে আয়োজনের মাধ্যমে একক দলের রাজনৈতিক উদ্দেশ্য পূরণের চেষ্টা করছে। তারা বলেন, নভেম্বরে গণভোট ও ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন না হলে শান্তিপূর্ণভাবে গণআন্দোলন গড়ে তোলা হবে।

নেতারা আরও বলেন, জনগণের দাবি উপেক্ষা না করে ৫ দফা বাস্তবায়নের মাধ্যমে জাতিকে সংকট থেকে রক্ষা করতে হবে। এতে শুধু জামায়াত নয়, সমগ্র জাতির মঙ্গল হবে বলে তারা মন্তব্য করেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম, অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, মাওলানা আব্দুল হালিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অ্যাডভোকেট ড. হেলাল উদ্দিন, ইয়াছিন আরাফাত ও মো. শামছুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ আব্দুর রব, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দসহ সমমনা কয়েকটি রাজনৈতিক দলের নেতারা।

বক্তারা বলেন, ৫ দফা বাস্তবায়নই গণমানুষের মুক্তির পথ তৈরি করবে। সরকার যদি এসব দাবি উপেক্ষা করে, তাহলে আন্দোলন আরও জোরদার করা হবে।

Link copied!