নাটোরের বড়াইগ্রামে খ্রিস্টান এক নারীর বাড়িতে গিয়ে ফ্রিতে মদ চেয়ে না পেয়ে মব সৃষ্টি করে নগদ টাকা ও সোনার চেইন ছিনিয়ে আনার অভিযোগ উঠেছে ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে।
বুধবার (২২ অক্টোবর) রাত ১১টার দিকে ভুক্তভোগী নারী উপজেলার জোনাইল দিঘইর গ্রামের মৃত করনেলিউস গমেজের স্ত্রী ফুলকুমারী গমেজ (৪৬) বাদী হয়ে স্থানীয় ছাত্রদলের চার নেতা-কর্মীর নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করে বড়াইগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযুক্তরা হলেন, উপজেলার জোনাইল ডিগ্রী কলেজ ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ও কুশমাইল গ্রামের আজিমুদ্দিনের ছেলে নয়ন হোসেন (২৩), সাধারণ সম্পাদক ও চরগোবিন্দপুর গ্রামের গোলজার হোসেনের ছেলে নিসান হাসান (২২), সাংগঠনিক সম্পাদক ও সরাবাড়িয়া গ্রামের ইউসুব আলীর ছেলে কামরুল ইসলাম (২০) ও ছাত্রদল কর্মী ময়লাল আলীর ছেলে হৃদয় হাসান (২১) এবং অজ্ঞাত ১০/১২ জন।
অভিযোগে উল্লেখ করা হয়েছে, মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার দিঘইর গ্রামের ফুলকুমারী গমেজের বাড়িতে উল্লেখিত আসামীরা প্রবেশ করে বহিরাগত প্রেমিক-প্রেমিকা এসে অনৈতিক কাজ করছে এমন অভিযোগ তুলে মব সৃষ্টি করে এবং তারা বিছানার নীচে রাখা ৫ হাজার টাকা ও ফুলকুমারীর গলা থেকে সোনার চেইন ছিনিয়ে নেয়।
তবে সাংবাদিকদের অনুসন্ধানে জানা যায়, ওই নারী একজন দেশী চোলাই মদ বিক্রেতা। ফ্রিতে মদ চেয়ে না পাওয়ায় ক্ষিপ্ত হয়ে উল্লেখিত ছাত্রদল নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছে।
এদিকে অভিযুক্ত ছাত্রদল নেতা নয়ন হোসেন জানায়, ওই নারী মদ বিক্রেতা। মূলতঃ এলাকায় মদ বিক্রি বন্ধ করতে বলায় প্রতিবাদকারী স্থানীয় ছাত্রদল নেতা-কর্মীদের বিরুদ্ধে তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন।
বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম সারোয়ার হোসেন জানান, থানায় দায়েরকৃত অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রাথমিক তদন্ত শুরু করেছে। মব সৃষ্টি করার ঘটনা বা এর সাথে সংশ্লিষ্ট সকল অপরাধ আমলে নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন