ঢাকা মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫

বাবরকে নিয়ে নাসীরুদ্দীনের মন্তব্য, রাফির কড়া বার্তা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৯, ২০২৫, ০৭:১৫ এএম
লুৎফুজ্জামান বাবর, নাসীরুদ্দীন ও রাফি। ছবি- সংগৃহীত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবরকে নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর মন্তব্য ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে নেত্রকোণা জেলার রাজনৈতিক পরিবেশ। রোববার (২৭ জুলাই) বিকেলে এনসিপির এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে জেলা বিএনপি।

জানা গেছে, রোববার দুপুরে নেত্রকোণা শহরের মোক্তারপাড়া এলাকার পুরাতন কালেক্টরেট মাঠে ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এনসিপি একটি সমাবেশের আয়োজন করে।

সেখানে সংগঠনের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, বাংলাদেশে অসংখ্য হত্যাকাণ্ড ঘটেছে, এর মধ্যে অন্যতম বড় ঘটনা হলো ১০ ট্রাক অস্ত্র চোরাচালান। যদি অস্ত্র হ্যান্ডলই করতে না পারেন, তবে নিয়ে আসছিলেন কেন আপনি? এই ঘটনার কারণে বাংলাদেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছিল।

তিনি আরও বলেন, আমি বাবর ভাইকে সম্মান করি, তিনি কারা নির্যাতিত নেতা। কিন্তু আপনার ওই কাজ সমর্থনযোগ্য নয়। আপনার কাজের জন্য বিএনপি ক্ষমতায় আসতে পারেনি। হাসিনার মতো একজন খুনি-ফ্যাসিস্ট ক্ষমতায় এসেছেন। গত ১৫ বছর বিএনপি নেতাকর্মীরা নির্যাতনের শিকার হয়েছেন। এজন্য আপনিও ইতিহাসের কাঠগড়ায় দায়ী থাকবেন।

এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে জেলা বিএনপির নেতাকর্মীরা রোববার বিকেলে শহরে বিক্ষোভ মিছিল বের করে এবং পাটওয়ারীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়ে সমাবেশ করে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকেও এনসিপি নেতার বক্তব্য ঘিরে চলছে ব্যাপক আলোচনা-সমালোচনা। সোমবার (২৮ জুলাই) গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, লুৎফুজ্জামান বাবর একজন পরীক্ষিত, মজলুম ও দেশপ্রেমিক রাজনীতিবিদ। তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগসমূহ দেশের আদালতের মাধ্যমে নিষ্পত্তি হয়েছে এবং তিনি নির্দোষ প্রমাণিত হয়েছেন। একজন নির্যাতিত ও মজলুম রাজনীতিবিদের বিরুদ্ধে পুনরায় এমন অভিযোগ উত্থাপন অনাকাঙ্ক্ষিত, অপ্রত্যাশিত এবং সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য।

তিনি আরও বলেন, রাজনীতিতে শিষ্টাচার ও ন্যায়বোধ বজায় রাখা অতীব প্রয়োজনীয়।

এ ঘটনায় জেলা বিএনপি নেতৃবৃন্দ আরও কর্মসূচির হুঁশারি দিয়েছেন। এনসিপির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি। রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে তোলপাড় চলছে।