কলমাকান্দার লেংগুড়া নাম শুনলেই মনে হয় সাত শহীদদের কথা, মনে হয় মমিনের টিলা সীমান্তবর্তী ভারতের মেঘালয় থেকে বয়ে আসা গনেশ্বরী নদীর কথা। লেংগুড়া একটি পর্যটন এলাকা, ঐ এলাকার সৌন্দর্য্য দেখতে প্রতিদিন দেশের বিভিন্ন প্রান্ত হতে পর্যটকরা ছুটে আসে কিন্তু লেংগুড়া হতে ফুলবাড়ী বাজার হয়ে সাত শহিদ মাজার পর্যন্ত যে প্রধান রাস্তাটি রয়েছে সেটির অবস্থা বর্তমানে খুবই নাজেহাল।
সরেজমিনে ঘুরে দেখা যায়, রাস্তাটির প্রায় বেশী অংশ পিচ উঠে গেছে, দীর্ঘদিন ধরে রাস্তাটি সংস্কার না করার কারণে রাস্তার মাঝে বড় বড় গর্ত হয়েছে যে কারণে এই জনবহুল রাস্তায় হেলেদুলে চলাচল করছে যানবাহন, রাস্তাটিতে প্রায়শই ঘটছে দূর্ঘটনা।
এলাকায় ঘুরতে আসা পর্যটক এবং স্থানীয় জনগণের সাথে কথা হলে তারা বলেছেন রাস্তা খারাপ থাকার কারণে এই এলাকায় পর্যটক আসা কমতে শুরু করেছে।
স্থানীয়রা আরও বলেন, বর্তমানে বর্ষা মৌসুম এই সময় এই রাস্তায় যানবাহন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে, সেই সাথে স্কুল, কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও অসুস্থ রোগীদের জন্য এই রাস্তা দিয়ে চলাচল কষ্টকর হয়ে পড়েছে এবং যানবাহন দিয়ে চলাচল করা জীবনের ঝুঁকি রয়েছে।
এ বিষয়ে কথা হয় কলমাকান্দা এলজিইডির নির্বাহী প্রকৌশলী মমিনুল ইসলাম সঙ্গে।
তিনি জানান, রাস্তাটি একটি ঐতিহাসিক রাস্তা, রাস্তাটি জন্য বরাদ্দ হয়েছে খুব দ্রুত সময়ে রাস্তার সংস্কার কাজ শুরু হবে।