নেত্রকোনার কলমাকান্দায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার (১৭ অক্টোবর) কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সীমান্ত সড়কে মাদকের বিরুদ্ধে এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
মানববন্ধনে স্কুলেপড়ুয়া ছোট ছোট শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এবং বিএনপির নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এ সময় তারা স্লোগান দেন, ‘মাদকে না বলুন, সুস্থ সুন্দর সমাজ গড়ুন।’
মানববন্ধনে অংশগ্রহণ করে বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ‘আমাদের কলমাকান্দা উপজেলা সীমান্তবর্তী হওয়ায় এখানে পাশের দেশ ভারত থেকে সহজে মাদক আমাদের উপজেলায় ঢুকে যাচ্ছে। মাদকের কারণে এলাকায় চুরি, সন্ত্রাসী কর্মকাণ্ড ও রাহাজানি বেড়ে গেছে। আমাদের দল আইনের প্রতি শ্রদ্ধাশীল। তাই আমরা মানববন্ধনের মাধ্যমে এলাকার যুবসমাজ ও অভিভাবকদের সচেতন করতে চাই এবং আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাই, খুব দ্রুত মাদক ব্যবসায়ী এবং সেবনকারীদের গ্রেপ্তার করতে। তা না হলে আগামী দিনে আমরা এলাকাবাসীর সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব।’
তিনি আরও বলেন, ‘মাদকের কারণে পারিবারিক ও সামাজিক বন্ধন নষ্ট হচ্ছে, স্বামী-স্ত্রীর মধ্যে কলহ হচ্ছে, সংসার ভেঙে যাচ্ছে। এই পারিবারিক ও সামাজিক বন্ধন টিকিয়ে রাখতে হলে মাদক নির্মূল করতেই হবে। তাই আজ আমরা বিভিন্ন শ্রেণিপেশার মানুষকে নিয়ে রাস্তায় দাঁড়িয়েছি মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স দেখাতে। আমাদের এই কর্মসূচি পরবর্তীতেও অব্যাহত থাকবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন