ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

নেত্রকোনায় ধানের জমি থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ১১:৪৪ এএম
মদন থানা। ছবি: রূপালী বাংলাদেশ

নেত্রকোনার মদন উপজেলার ফেকনী রোডের পাশে ধানের জমি থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে। শনিবার (২২ নভেম্বর) সকালে কৃষকরা জমিতে পানি দিতে গিয়ে প্রথমে মরদেহটি দেখতে পান।

মরদেহটি কাদায় আংশিক ডুবে ছিল এবং বেশ ক্ষতিগ্রস্ত থাকায় তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা যায়নি। স্থানীয়দের ধারণা, কয়েক দিন আগে মরদেহটি সেখানে ফেলা হতে পারে।

ঘটনার পর এলাকাবাসীর ক্ষোভ চরমে ওঠে। স্থানীয়রা অভিযোগ করেন, ‘নেত্রকোনায় সন্ত্রাস, চাঁদাবাজি, খুন সবই এখন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে।’

এ বিষয়ে জানতে চাইলে মদন থানার ওসি মো. শামসুল আলম শাহ বলেন, ‘একজন স্থানীয় কৃষক মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। মরদেহে কোনো দৃশ্যমান আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এখন পর্যন্ত ভিকটিমের পরিচয় বা মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি।’

অজ্ঞাত মরদেহ উদ্ধারের ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। দোষীদের দ্রুত শনাক্ত করে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।