ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

এনসিপির প্রার্থীরা প্রচারে গেলে হুমকি-ধমকি পাচ্ছে : নাসীরুদ্দীন

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ১২:২৬ পিএম
এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি- সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সম্ভাব্য প্রার্থীরা নির্বাচনি প্রচারে গেলে হুমকি-ধমকির মুখে পড়ছেন বলে অভিযোগ করেছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

রোববার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর আবু সাঈদ কনভেনশন হলে এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটি আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন।

নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, সংস্কার প্রক্রিয়া সরকারের দায়িত্ব। কিন্তু রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতির অভাবে তা বাধাগ্রস্ত হচ্ছে।

তিনি আরও বলেন, চব্বিশের স্পিরিট ধরে রাখতে গণঅভ্যুত্থানের প্রতিনিধিদের সংসদে যাওয়া প্রয়োজন। আমরা সংসদে গেলে সংস্কার বাস্তবায়নের জন্য কাজ করে যাব।

এনসিপির মুখ্য সমন্বয়ক অভিযোগ করে বলেন, প্রার্থীরা প্রচারে গেলে এখনো প্রশাসনে থাকা ‘আওয়ামী নিয়োগপ্রাপ্তদের’ কারণে সমস্যার মুখে পড়ছেন। দ্রুত তাদের সরানোর দাবিও জানান তিনি।

মনোনয়ন নিয়ে তিনি বলেন, আমরা সৎ প্রার্থী দিচ্ছি এটাই আমাদের সবচেয়ে বড় চমক। বাংলাদেশের ৫৩ বছরের রাজনীতিতে এটি একটি নতুন দৃষ্টান্ত।

সংবাদ সম্মেলনে এনসিপির মুখ্য সংগঠক (উত্তর) সারজিস আলম জানান, আগামী নির্বাচনে শক্তিশালী অবস্থান নিশ্চিত করতে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা হয়েছে। তিনি বলেন, ব্যালট বিপ্লবের মাধ্যমে সংসদে প্রতিনিধিত্ব নিশ্চিত করতে কাজ করছে দলটি।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা জানান, এবার প্রার্থী হওয়ার জন্য মোট ১ হাজার ৪৮৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। আবু সাঈদ কনভেনশন হলে আজ এবং কাল তাদের সাক্ষাৎকার নেওয়া হবে। এরপর প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হবে।