ঢাকা রবিবার, ২৩ নভেম্বর, ২০২৫

‘নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছি না’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: নভেম্বর ২৩, ২০২৫, ১২:০০ পিএম
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। ছবি- সংগৃহীত

নির্বাচনের জন্য প্রয়োজনীয় লেভেল প্লেয়িং ফিল্ড দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রোববার (২৩ নভেম্বর) সকালে রাজধানীর শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন হলে এক সংবাদ সম্মেলনে তিনি এ বক্তব্য দেন।

নাহিদ ইসলাম বলেন, জাতীয় নাগরিক পার্টি তার স্বপ্ন ও প্রতিশ্রুতি নিয়ে এগিয়ে যাচ্ছে। এ নির্বাচনে অংশগ্রহণের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন সাধারণ মানুষের আস্থা ও সহযোগিতা। সাধারণ মানুষের সেই সমর্থন ও আস্থাতেই এনসিপি এগিয়ে এসেছে এবং ভবিষ্যতেও এগিয়ে যাবে।

তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, নির্বাচনের জন্য যেই লেভেল প্লেয়িং ফিল্ড থাকার কথা, তা বর্তমানে অনুপস্থিত। বাংলাদেশের নির্বাচনী সংস্কৃতিতে জবরদখল, প্রশাসনের অপব্যবহার, টাকার প্রভাব, কালো টাকার ছড়াছড়ি, মাসল পাওয়ারের ব্যবহার বহুদিন ধরেই চালু রয়েছে। ফ্যাসিবাদী সময়ে মানুষ ভোট দিতেও পারেনি। তাই এবারের নির্বাচন যেন গণতান্ত্রিক ও স্বচ্ছ প্রক্রিয়ায় অনুষ্ঠিত হয়- এটাই এনসিপির প্রত্যাশা। তিনি আশা প্রকাশ করেন যে অনেক তরুণ, স্বপ্নবাজ ও দেশপ্রেমী মানুষ এবারের নির্বাচনে সংসদে আসবেন।

নাহিদ ইসলাম আরও বলেন, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচন কমিশন, সরকার ও প্রশাসনকে যে দৃঢ় অবস্থান নেওয়া প্রয়োজন তা দেখা যাচ্ছে না। বিভিন্ন দলের নেতাকর্মীরা প্রকাশ্যে প্রশাসন দখলের কথা বলছে এবং কীভাবে প্রশাসনকে নিয়ন্ত্রণে রাখা হবে তা পর্যন্ত ঘোষণা করছে।

তিনি অভিযোগ করেন, ‘জুলাই সনদ’কে কেন্দ্র করে রাজনৈতিক দরকষাকষির ফলে দেশের বিভিন্ন রাজনৈতিক দল এখন মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছে। যারা একসময় বন্ধু ছিল, তারাই এখন চক্রান্তে লিপ্ত। তারা নির্বাচনকে ভাগাভাগির, সাজানো বা সমঝোতার দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে। এ ধরনের নির্বাচন হলে বাংলাদেশের গণতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।