শনিবার, ১২ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৪, ০৮:৫৯ পিএম

বাগমারায় বিলমাললী বিল উন্মুক্তের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন

বাগমারা (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১১, ২০২৪, ০৮:৫৯ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

রাজশাহীর বাগমারা উপজেলার গোবিন্দপাড়া  ইউনিয়নের বিলমাললী বিল উন্মুক্ত রাখার দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার বিকেল সাড়ে পাঁচটায় মাল্লের বিলে  মৎস্যজীবী, কৃষক, এলাকাবাসীর ব্যানারে দেওপাড়া বিলমালরী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। 

মানববন্ধন হতে প্রভাবশালীদের কবজা থেকে বিল উন্মুক্তের জোর দাবী জানান বিলের চাপাশের সর্ব সাধারণ। 

মৎস্যজীবীরা জানান, বিলে মৎস্য শিকার করতে না পারায়, পরিবার পরিজন নিয়ে তাদের মানবেতর জীবনযাপন করতে হয়। বর্ষা মৌসুমে তাদের চরম সমস্যায় পড়তে হয়। 

মৎস্যজীবীরা বিলে মৎস্য আহরণ করতে গেলে আওয়ামী লীগ নামধারী কতিপয় দখলদার বাহিনীর হাতে নানা ভাবে নাজেহাল হতে হয়। মানববন্ধনে বিল উন্মুক্তের দাবীতে বক্তব্য রাখেন সাইদিকুর রহমান, আনোয়ার হোসেন, মোজাহার হোসেন, আঃ মান্নান, রুবেল হোসেনসহ আরও অনেকে। 

স্থানীয় সূত্রে জানা গেছে,  প্রায় ৪/৫ বছর ধরে স্থানীয় আওয়ামী লীগের নেতারা এ বিল তাদের কবজায় রাখে। উল্লেখ্য দেওপাড়া বিলমাললী বিলে প্রায় সাড়ে ১৪ শত বিঘা মালিকানা ও ২০০বিঘা খাস জমি জমা রয়েছে। এ সমস্ত জমিজমা চাকরিজীবীরা ভূমিহীন সেজে লিজ গ্রহণ করেন।

খাস জমি জমার পাশে শত শত একর কৃষকের নিজস্ব সমপত্তি রয়েছে। সেগুলোতে তারা দখলে নিয়ে মাছ চাষ করেন। কৃষকদের তারা কোন রকম সুযোগ সুবিধা দেন না বলে জানান, বিলধারের লোকজন। 

এলাকাবাসি সুত্রে জানায়, লিজ গ্রহীতারা হলেন আওয়ামী লীগ নেতা আল মামুন,কছিমুদ্দিন,আশরাফুল ইসলাম বাবু,গুলবর রহমান, আতাউর রহমান, আঃ খালেক, আঃ রশিদ, আইনাল শেখ, রেজাউল করিম, আব্দুল, সোহরাব হোসেন দুলাল, আমজাদ হোসেন, সোহেল খানসহ আরও অন্তত ২০ জন প্রভাবশালী রয়েছেন। 

এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনকারীরা।

আরবি/জেডআর

Shera Lather
Link copied!