শনিবার, ১২ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ০৯:২৬ পিএম

শিবালয় থানার ওসি পেলেন আইন-শৃঙ্খলা অবদানে সম্মাননা

শিবালয় (মানিকগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ০৯:২৬ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

৫ আগস্ট আওয়ামীলীগ সরকার পতনের পরবর্তি আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, বৈষম্যবিরোধী আন্দোলনে পাটুরিয়া ফেরিঘাটে শহীদ রফিক হত্যা মামলায় আসামি গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ, নাশকাতার মামলায় গ্রেপ্তার অভিযান, শ্মশানঘাট নিয়ে হিন্দু-মুসলিমের সাম্প্রাদায়িক দাঙ্গা নিরসন, পাচারকৃত সার জব্দ, ডাকাতি-চুরিমাল উদ্ধার ও গ্রেপ্তার, মাদকের বিরুদ্ধে নিয়মিত অভিযান,পরিবহনসহ বিভিন্ন সেক্টরে চাঁদাবাজি বন্ধে বিশেষ ভূমিকা রাখায় ইতিমধ্যে জনগণের প্রশংসনীয় ও আস্থা অর্জন করেছেন শিবালয় থানার অফিসার ইনচার্জ এ আর এম আল-মামুন। এসব কাজে এবার স্বীকৃতি স্বরুপ সম্মাননা পেলেন মানিকগঞ্জ জেলা মাসকি অপরাধ পর্যালোচনা সভায়। পুলিশ সুপার ইয়াছমিন খাতুন সোমবার এই সভায় এ আর এম আল মামুনের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দিয়েছেন।

স্থানীয়রা ও সংশ্লিষ্টরা জানান, আওয়ামীলীগ সরকারের পতনের পর আইন-শৃঙ্খলা বাহিনীর ভূমিকা ছিল একেবারেই নিষ্ক্রিয়। আইন-শৃঙ্খলা অবনতির শঙ্কায় ছিল এখানকার মানুষ।

অন্তবর্তীকালীন সরকার গঠনের পর ধীরে ধীরে আইন-শৃঙ্খলা বাহিনী তৎপরতা শুরু হয়। শিবালয় থানায় ওসি দায়িত্বে আসেন এ আর এম আল মামুন। নানা শ্রেণি পেশার মানুষের সঙ্গে মতবিনিময় ও সমস্যা সমাধানে সকলের সহযোগিতায় আইন-শৃঙ্খলা উন্নয়নে তৎপরতা বৃদ্ধি করেন। বৈষম্যবিরোধী আন্দোলনে পাটুরিয়া ফেরিঘাটে শহীদ রফিক হত্যা মামলায় কয়েক জন আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হন।তাদের জিজ্ঞাসাবাদ করে আদালতে পাঠান। নাশকতা মামলার বেশকিছু আসামি গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা বজায় রাখেন। মহাদেবপুর উত্তর
পাড়ায় শ্মশান নিয়ে স্থানীয় হিন্দু ও মুসলমানদের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল।

বিষয়টি সাম্প্রদায়িক দাঙ্গার উপক্রম সৃষ্টি হয়। এই ওসি’র হস্তক্ষেপে সেই দাঙ্গা নিরসন হয়ে ধর্মীয় সম্প্রীতির সৃষ্টি হয়। বোরো মৌসুমে পাচশ’বস্তা সার পাচার কালেট্রাকসহ জব্দ করেন। বরংগাইল ৬৭ লাখ টাকার সিগারেট ডাকাতি, মালুচী বাজারে চুরিসহ কয়েকটি ঘটনায় মালপত্র উদ্ধার ও গ্রেপ্তার করা করেছেন তিনি। মাদক বিক্রেতা ও সেবীদের বিরুদ্ধেও নিয়মিত অভিযান পরিচালনা করে আসছেন। রাজনৈতিক পালাবদলে পরিবহনসহ বিভিন্ন সেক্টরে নিয়ন্ত্রণ ও চাঁদাবাজি নিয়ে সংঘাত সৃষ্টির আশঙ্কাও নসাৎকরে দিয়েছেন। যে কারণে এই
থানা এলাকায় কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বন্ধহয়ে গেছে চাঁদাবাজি।ফিরে এনেছেন জনমনে স্বস্তি।

শিবালয় থানার অফিসার ইনচার্জ এ আর এম আল মামুন বলেন, ‘আমি সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্বপালন করছি। জনগণের জানমালের নিরাপত্তা ও সার্বিক আইন-শৃঙ্খলা বজায় রাখার সর্বাত্নক চেষ্টা করে যাচ্ছি। এ জন্য এলাকার সকল মানুষের আমি সহযোগিতা চাচ্ছি। আমি সঠিক ভাবে দায়িত্বপালন করে যাচ্ছি, এই সম্মাননা তারই স্বীকৃতি স্বরুপ।’

আরবি/জেডআর

Shera Lather
Link copied!