বৃহস্পতিবার, ২৭ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ০৯:২৯ এএম

অপহরণের ৬ দিনেও খোঁজ নেই মেয়ের, পিতার আত্মহত্যার হুমকি

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশিত: অক্টোবর ৩১, ২০২৫, ০৯:২৯ এএম

পুঠিয়া থানা। ছবি-রূপালী বাংলাদেশ

পুঠিয়া থানা। ছবি-রূপালী বাংলাদেশ

রাজশাহীর পুঠিয়ায় অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী অপহরণের ছয় দিন পার হলেও পুলিশ এখনো তাকে উদ্ধার করতে পারেনি বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীর পিতা ও পুঠিয়া পৌর যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান।

গত বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুর ৩টার দিকে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আত্মহত্যার হুমকি দিয়ে একটি পোস্ট করেন।

পোস্টে তিনি লিখেছেন, ‘ঘোষণা দিয়ে দিলাম, আমি ৬ দিন দেখলাম, আর অপেক্ষা নয়। স্বেচ্ছায় ফাঁসি নিলাম। আর কেউ কমেন্ট করবেন না, প্লিজ।’

ভুক্তভোগীর পিতা জানান, তিনি ৬ জনকে আসামি করে থানায় একটি অপহরণ মামলা করেছেন। মূল আসামির অবস্থান শনাক্ত হওয়ার পরও রহস্যজনক কারণে পুলিশ তার মেয়েকে উদ্ধার করছে না। মামলার অন্য আসামিরা এলাকায় প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ কাউকে আটক করছে না বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও জানান, তার মেয়ে পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী। গত ২৬ অক্টোবর বিকেল সাড়ে ৩টার দিকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে মাত্র দুইশ ফুট দূরে হৃদয় নামে এক যুবক তার সহযোগীদের নিয়ে জোরপূর্বক একটি মাইক্রোবাসে তুলে মেয়েটিকে অপহরণ করে নিয়ে যায়।

মিজানুর রহমানের অভিযোগ, প্রধান আসামি হৃদয় দীর্ঘদিন ধরে তার মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে হয়রানি করছিল। মেয়েটি রাজি না হওয়ায় পরিকল্পিতভাবে অপহরণ করা হয়েছে। মামলা করার পর ৬ দিন অতিবাহিত হলেও পুলিশ মেয়ের অবস্থান জানাতে পারেনি। আসামিরা এলাকায় প্রকাশ্যে চলাফেরা করলেও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এ ঘটনায় তার স্ত্রী মানসিকভাবে ভেঙে পড়েছেন বলেও তিনি জানান।

এ বিষয়ে পুঠিয়া থানার ওসি কবির হোসেন বলেন, ‘মেয়েটিকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। আশা করছি, খুব শিগগিরই তাকে উদ্ধার করতে পারব।’

Link copied!