পাবনার সর্বজন শ্রদ্ধেয় প্রবীণ শিক্ষক ও পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক জওহরলাল বসাক তুলশীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোডে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন জেলা যুবদলের আহ্বায়ক হিমেল রানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, সরকারি এডওয়ার্ড কলেজ ছাত্রদলের সহ-সভাপতি শরিফুল ইসলাম, শহীদ বুলবুল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি গোলাম জাহিদ রুপপসহ সংগঠনের অন্যান্য নেতারা।
বক্তারা বলেন, ‘৭৭ বছর বয়সী প্রবীণ শিক্ষক জওহরলাল বসাক তুলশী শুধু একজন শিক্ষাবিদ নন, তিনি পাবনার শিক্ষাঙ্গনের জীবন্ত প্রতীক। তার উপর সন্ত্রাসী হামলা চরম অমানবিক ও ন্যাক্কারজনক। ঘটনার পর দুদিন পার হলেও পুলিশ এখনো কাউকে আটক করতে পারেনি, যা অত্যন্ত হতাশাজনক।”
তারা অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।’
উল্লেখ্য, গত রোববার (২৭ জুলাই) দুপুরে পাবনা শহরের কালাচাঁদপাড়া এলাকায় নিজ বাসায় দুর্বৃত্তদের হামলার শিকার হন অধ্যাপক জওহরলাল বসাক। তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

 
                            -20250729154552.webp) 
                                    -20250729133213.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন