‘রিকশাচালক, কৃষক, শ্রমিকসহ সাধারণ মানুষের সংসদে গিয়ে নিজেদের কথা বলার সুযোগ থাকা উচিত’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
শনিবার (২২ নভেম্বর) রাতে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার আলোয়াখোয়া ইউনিয়ন কমিটি ঘোষণা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
সারজিস আলম বলেন, আমরা রাজনৈতিক যোগ্যতাকে গুরুত্বপূর্ণ মনে করি। এতদিন বিভিন্ন উচ্চবিত্ত পেশাজীবীরা সংসদে গিয়ে দেশের মানুষের প্রকৃত সমস্যার প্রতিফলন ঘটাতে পারেননি। তারা তাদের অবস্থান থেকে মানুষের প্রতি যে দরদ দেখানোর কথা, মানুষের জন্য কাজ করার কথা এবং ন্যায়নিষ্ঠার সঙ্গে কাজ করার কথা—তা করতে ব্যর্থ হয়েছেন।
তিনি আরও বলেন, ৩০০ জন সংসদ সদস্যের মধ্যে যদি ১০ জন কৃষক, রিকশাচালক বা শ্রমিক সংসদে যান, এতে সংসদের কোনো ক্ষতি হবে না। বরং আমরা চাই, এই মানুষগুলো গিয়ে নিজেদের অধিকারের কথা নিজেরাই তুলে ধরুক। কারণ এতদিন যারা এমপি ছিলেন, তারা রিকশাওয়ালাদের কষ্ট, কৃষকের কষ্ট, অটোচালকদের কষ্ট, শ্রমিকদের কষ্ট—সব ভুলে গেছেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন