পটুয়াখালীর মির্জাগঞ্জে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ভয়াং শরাফতিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত হলো একটি ঐক্যবদ্ধ ও সুসংগঠিত প্ল্যাটফর্ম—ভয়াং শরাফতিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন।
শুক্রবার (১১ জুলাই) সন্ধ্যায় রাজধানীর মিরপুরে বাংলা স্কুল অ্যান্ড কলেজের বালিকা শাখায় এক আনন্দঘন ও তাৎপর্যপূর্ণ সভার মাধ্যমে এই সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ১৯৯২ ব্যাচের সাবেক শিক্ষার্থী আব্দুল বারিক।
বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উক্ত সভায় ১৯৯৩ ব্যাচের আবদুছ সালাম মাঝিকে আহ্বায়ক এবং ২০০১ ব্যাচের শফিউল বাশার হাওলাদারকে সদস্যসচিব করে ২১ সদস্য বিশিষ্ট একটি অন্তর্বর্তী আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটি আগামী ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত দায়িত্ব পালন করবে।
সভায় জানানো হয়, এই মেয়াদকালে সংগঠনের পূর্ণাঙ্গ গঠনতন্ত্র প্রণয়ন এবং একটি স্থায়ী কার্যনির্বাহী কমিটি গঠন করার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম পরিচালিত হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থী, যাদের মধ্যে ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ, ব্যাংকার, প্রকৌশলী, সাংবাদিক, ব্যবসায়ী ও নানা পেশার প্রতিনিধি। বক্তারা তাদের বক্তব্যে সংগঠনের উদ্দেশ্য, ভবিষ্যৎ পরিকল্পনা ও বিদ্যালয়ের প্রতি দায়বদ্ধতার কথা তুলে ধরেন।
সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী, অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মাধ্যমে ভবিষ্যতে বিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন, মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান, শিক্ষকদের সম্মাননা প্রদান এবং বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কার্যক্রম আয়োজনের পরিকল্পনা নেওয়া হবে।
অনুষ্ঠান শেষে সবার মাঝে আশাবাদ ব্যক্ত করা হয়, ভয়াং শরাফতিয়া অ্যালামনাই অ্যাসোসিয়েশন বিদ্যালয়ের অগ্রযাত্রায় একটি মাইলফলক হিসেবে কাজ করবে এবং সাবেক শিক্ষার্থীদের মধ্যে দীর্ঘস্থায়ী বন্ধন গড়ে তুলবে।