পটুয়াখালীর দশমিনা উপজেলায় আওয়ামী লীগ নেতা ও শিক্ষক মো. রুবেল ভূঁইয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার ৩নং বেতাগী সানকিপুর ইউনিয়নের বড় গোপালদী বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত রুবেল ভূঁইয়া বেতাগী সানকিপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ডের আবুল হোসেন ভূঁইয়ার ছেলে। তিনি রণগোপালদী ইউনিয়নের আউলিয়াপুর মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে দায়িত্বে রয়েছেন।
থানা সূত্রে জানা যায়, ২০২২ সালের ৬ মার্চ ইউনিয়ন বিএনপির কাউন্সিল চলাকালে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হামলা ও ভাঙচুর চালায়, এতে বহু নেতাকর্মী আহত হন। এ ঘটনায় গত ১৩ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে বেতাগী সানকিপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সবুজ ঢালী বাদী হয়ে সাবেক এমপিসহ আওয়ামী লীগের অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে দশমিনা থানায় মামলা দায়ের করেন।
পরে বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ‘অপারেশন ডেভিল হান্ট’ চালিয়ে রুবেল ভূঁইয়াকে তার নিজ এলাকা থেকে গ্রেপ্তার করে।
দশমিনা থানার ওসি আব্দুল আলিম জানান, রুবেল ভূঁইয়াকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন