পটুয়াখালীর গলাচিপায় অভিযান চালিয়ে ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদককারবারিকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২১ নভেম্বর) দুপুরে খেয়াঘাট এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তিরা হলেন- নোয়াখালীর মাইজদি থানার পূর্ব মাইজচড়া এলাকার মোসাঃ সালমা বেগম (৩৫) এবং পটুয়াখালীর দশমিনা উপজেলার দক্ষিণ রনগোপালদি এলাকার মো. পলাশ বয়াতি (৩০)।
গলাচিপা থানার ওসি আসাদুর রহমান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আটক দুজনই পেশাদার মাদক ব্যবসায়ী। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও জানান, ‘উদ্ধার করা ইয়াবা ও আটক দুজনকে থানায় এনে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি এলাকায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।’


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন