ঢাকা বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫

সোনার বাংলাদেশ গড়েই আমরা থামতে চাই: মাসুদ সাঈদী

পিরোজপুর প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৬:৫৮ পিএম
বক্তব্য দেন পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী মাসুদ সাঈদী। ছবি- রূপালী বাংলাদেশ

পিরোজপুর-১ আসনের জামায়াতে ইসলামী মনোনীত এমপি প্রার্থী ও সাবেক জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, ‘আমরা আমাদের দেশকে স্বপ্নের মতো সাজাতে চাই, সোনার বাংলাদেশ হিসেবে গড়তে চাই, তারপরেই আমরা থামতে চাই।’

সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে পিরোজপুর জেলার ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের খেজুরতলা বাজারে জামায়াতে ইসলামীর নতুন অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বক্তব্যে মাসুদ সাঈদী বলেন, ‘জামায়াতে ইসলামী সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন চায়। স্বাধীনতার পর থেকে যারা সরকার গঠন করেছে, তারা মাত্র ৩০-৩৫ শতাংশ ভোট পেয়েই ক্ষমতায় এসেছে। এরপর তারা নিজেদের মতো করে সংবিধান পরিবর্তন করে, দেশ চালায়, অথচ দেশের ৬৫ শতাংশ মানুষ তাদের ভোট দেয়নি।’

তিনি বলেন, ‘পিআর পদ্ধতিতে হলে প্রতিটি ভোটের মূল্য থাকবে। জনগণ যে দলকেই ভোট দিক না কেন, সেই ভোটের হিসাব রাখা হবে।’

তিনি আরও বলেন, ‘এই পদ্ধতি চালু হলে আর ৩০-৩৫% ভোটে কেউ দেশের মালিক সেজে স্বৈরাচারী কায়দায় দেশ চালাতে পারবে না। এ জন্যই কেউ কেউ এই পদ্ধতির বিরোধিতা করছে।’

দেলোয়ার হোসেন সাঈদীর প্রসঙ্গ তুলে মাসুদ সাঈদী বলেন, ‘আপনারা যে চেয়ারটিতে আমার আব্বাকে বসিয়েছিলেন, তিনি সেটিকে আল্লাহর দেওয়া আমানত মনে করতেন। তাই এক টাকার দুর্নীতিও করেননি। আমি শুধু ছেলে হিসেবে নয়, আপনাদের সাক্ষ্যেই বলছি এই কথাটি।’

তিনি নিজ সম্পর্কে বলেন, ‘আপনারাই আমাকে চেয়ারম্যান করেছিলেন। কেউ বলতে পারেনি আমি এক টাকারও দুর্নীতি করেছি, ভবিষ্যতেও কেউ পারবে না ইনশাআল্লাহ।’

সাঈদী বলেন, ‘৫৪ বছরেও আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারিনি বলে কিছু চাটার দল আমাদের ঘাড়ে চড়ে বসেছে। তারা জনগণকে ব্যবহার করে সম্পদের পাহাড় গড়েছে, দেশের টাকা বিদেশে পাচার করেছে।’

তিনি অভিযোগ করেন, ‘নির্বাচনের আগে মিষ্টি কথা বলে ক্ষমতায় গিয়ে তারা বারবার জনগণকে প্রতারিত করেছে। অথচ দেশটা আপনার, আমার—আমরাই তাদের ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছি।’

মাসুদ সাঈদী বলেন, ‘আমরা শুধু নির্বাচনের জন্য আন্দোলন করিনি, আমরা চেয়েছিলাম একটা নতুন বাংলাদেশ গড়তে, চেয়েছিলাম পরিবর্তন। আপনারা সিদ্ধান্ত নিতে ভুল করলে আবার সেই পুরোনো বাংলাদেশেই ফিরে যেতে হবে।’

তিনি আরও বলেন, ‘যারা লুটপাট করে, চাঁদাবাজি করে, তাদের কেনো ভোট দেবেন? যদি তাদের ভোট দেন, তবে সঠিক বাংলাদেশ গড়া সম্ভব নয়।’

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর উপজেলা আমির মাওলানা আলী হোসেন, ওলামা বিভাগের উপজেলা সেক্রেটারি মাওলানা আবু হানিফ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মো. মামুন হোসাইন, জামায়াতের পত্তাশী ইউনিয়ন আমির হাফেজ মাওলানা ফয়সাল হোসেন এবং ইউনিয়ন সেক্রেটারি এনামুল হক প্রমুখ।

সোমবার সকাল থেকে মাসুদ সাঈদী ইন্দুরকানী সদর ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন। প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে: বিজিএস দাখিল মাদ্রাসা, এফ. করিম আলিম মাদ্রাসা, সরকারি ইন্দুরকানী কলেজ, ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়, সেতারা স্মৃতি বালিকা বিদ্যালয়, পঞ্চগ্রাম মাধ্যমিক বিদ্যালয় এবং পত্তাশী জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়।

পরে বিকেল ৪টায় বাগলেরহাটে পথসভা এবং পত্তাশী বাজারে গণসংযোগ করেন। রাত ৮টার দিকে রামচন্দ্রপুর এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।