ঢাকা সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫

বিএনপির গুলশান অফিসে ডাক পেলেন পিরোজপুর-২ আসনের পাঁচ মনোনয়ন প্রত্যাশী

নাছরুল্লাহ আল-কাফী, পিরোজপুর
প্রকাশিত: অক্টোবর ২৭, ২০২৫, ০৫:৩০ পিএম
বিএনপির গুলশান অফিসে ডাক পাওয়া পিরোজপুর-২ আসনের পাঁচ মনোনয়ন প্রত্যাশী। ছবি- রূপালী বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি থেকে পিরোজপুর-২ আসনে দলের গুলশান অফিসে ডাক পেয়েছেন পাঁচজন মনোনয়নপ্রত্যাশী। রোববার (২৬ অক্টোবর) সকালে এমন একটি খবর বিভিন্ন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ায় পিরোজপুর-২ আসনের রাজনৈতিক অঙ্গনে শুরু হয় নির্বাচনি উত্তাপ—কে পাচ্ছেন দলীয় মনোনয়ন!

বিএনপির গুলশান অফিসে ডাক পাওয়া পাঁচজন সম্ভাব্য প্রার্থী হলেন: ভান্ডারিয়া উপজেলা বিএনপির সভাপতি আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন, ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মাহমুদ হোসেন, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. ফকরুল আলম, সাবেক সদস্য সচিব আব্দুল্লাহ আল বেরুনী সৈকত এবং কাউখালী উপজেলা বিএনপির সভাপতি মো. আহসান কবির।

নেছারাবাদ উপজেলা বিএনপির একাধিক সূত্র জানিয়েছে, গুলশান অফিসে ডেকে মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করা হবে। সেখানে কাউকেই চূড়ান্ত মনোনয়ন দেওয়া হবে না। সভায় দলের শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে সবাইকে কড়া নির্দেশনা দেওয়া হবে। ২৭ অক্টোবার (সোমবার) বিএনপির গুলশান অফিসে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ওই সভা করবেন।

এ বিষয়ে স্বরূপকাঠি পৌর বিএনপির সভাপতি কাজী কামাল হোসেন বলেন, ‘যতদূর জানি, দল থেকে বিভাগওয়ারি মনোনয়নপ্রত্যাশীদের সঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলছেন। তারই ধারাবাহিকতায় সোমবার পিরোজপুর-২ আসনের বিএনপি থেকে পাঁচজন মনোনয়নপ্রত্যাশীকে ডেকেছেন। এখানে কাউকে এখনই মনোনয়ন দেওয়া হবে না। দল যাকে মনোনয়ন দেবে, সবাই মিলে তার পক্ষে কাজ করতে হবে। এমনই সবাইকে নির্দেশ দেওয়া হবে।’

গুলশান অফিসে ডাক পাওয়া প্রার্থী আহম্মেদ সোহেল মঞ্জুর সুমন বলেন, ‘তারেক রহমান সাহেব স্পষ্টভাবে বলেছেন, দল যাকে মনোনয়ন দেবে, তার সঙ্গেই কাজ করতে হবে দেশের ও দলের স্বার্থে। এখন পর্যন্ত কাউকে মনোনয়ন কনফার্ম করা হয়নি। তাই কাউকে বিভ্রান্ত না হতে বলেছেন।

তৃণমুল নেতাকর্মীরা বলছেন, গুলশান অফিসে ডাক পাওয়া পাঁচজনের মধ্য থেকে একজনকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে চূড়ান্ত করা হবে। তবে এখনই কাউকে মনোনয়ন না দিয়ে দলের শৃঙ্খলা বজায় রাখার ওপরই জোর দিচ্ছে কেন্দ্র।

এদিকে পিরোজপুর-২ আসনের নেছারাবাদ, ভান্ডারিয়া ও কাউখালী উপজেলায় ফেসবুকজুড়ে মনোনয়নপ্রত্যাশীদের ছবি ও শুভেচ্ছা বার্তায় মুখর হয়ে উঠেছে রাজনৈতিক অঙ্গন। কেউ লিখছেন, ‘আল্লাহ ভরসা’, কেউ আবার ‘খুশির সংবাদের অপেক্ষায়।’