রবিবার, ০২ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০৫:৩০ পিএম

পিরোজপুরে সরকারি পুলের বিম বিক্রিকালে ২ ব্যবসায়ী আটক

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫, ০৫:৩০ পিএম

ইন্দুরকানীতে সরকারি পুলের বিম বিক্রিকালে আটক হওয়া ২ জন। ছবি- রূপালী বাংলাদেশ

ইন্দুরকানীতে সরকারি পুলের বিম বিক্রিকালে আটক হওয়া ২ জন। ছবি- রূপালী বাংলাদেশ

পিরোজপুরের ইন্দুরকানীতে সরকারি পুলের বিম বিক্রির সময় দুই ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

রোববার (২ নভেম্বর) দুপুরে উপজেলার পত্তাশী ইউনিয়নের বাগোলেরহাট বাজারে এ ঘটনা ঘটে।

আটককৃতরা হলেন: মোড়েলগঞ্জ উপজেলার মিত্রডাঙ্গা গ্রামের মৃত মোন্তাজ উদ্দিন শেখের ছেলে ভাঙারি ব্যবসায়ী আতিয়ার শেখ এবং একই গ্রামের আইউব আলীর ছেলে ভ্যানচালক সাজু।

স্থানীয় সূত্রে জানা গেছে, ২নং পত্তাশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা জাতীয় পার্টির (জেপি) আহ্বায়ক মো. শাহীন হাওলাদারের বাড়ি থেকে ভ্যানযোগে দুটি বিম মোড়েলগঞ্জের উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। ভ্যানটি বাগোলেরহাট বাজারে পৌঁছালে স্থানীয়দের সন্দেহ হলে তারা ভ্যানসহ মালামাল আটক করে থানায় খবর দেন।

খবর পেয়ে ইন্দুরকানী থানার এসআই শাহিনের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সরকারি মালামালসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে আসে।

ভ্যানচালক মো. সাজু বলেন, ‘আমাদের গ্রামের ভাঙারি ব্যবসায়ী আতিয়ারের নির্দেশে আমি এই মালামাল আনতে আসি।’

অপরদিকে ভাঙারি ব্যবসায়ী আতিয়ার শেখ বলেন, ‘পত্তাশী ইউনিয়ন চেয়ারম্যান মো. শাহীন হাওলাদারের চাচাতো ভাই সোহেল হাওলাদার আমাকে ফোন করে জানান, সরকারি পুলের বিম বিক্রি করা হবে। পরে ৩৬ টাকা কেজি দরে আমি বিমগুলো ক্রয় করি। আগেও সোহেল কয়েকবার এ ধরনের মালামাল আমার কাছে বিক্রি করেছে। এজন্য আমি বিকাশের মাধ্যমে ২ হাজার টাকা পাঠাই।’

স্থানীয় বাসিন্দা পিয়াল হোসেন বলেন, ‘ভ্যানচালক বাজারে এলে আমাদের সন্দেহ হয়। জিজ্ঞাসা করলে সে জানায় মালামাল চেয়ারম্যানের বাড়ি থেকে এনেছে। তখন আমরা ভ্যানসহ আটক করি এবং ক্রেতা আতিয়ারকে খবর দিই। পরে পুলিশ এসে তাদের আটক করে নিয়ে যায়।’

অভিযুক্ত সোহেল হাওলাদার বলেন, ‘বিম বিক্রির বিষয়ে আমি কিছুই জানি না। চেয়ারম্যান বর্তমানে এলাকায় নেই, বিষয়টি তাকে জানানো হয়েছে।’

ইন্দুরকানী থানার ওসি (তদন্ত) মোস্তফা জাফর জানান, সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগে পুলিশ বাদী হয়ে দুইজনের নামে মামলা দায়ের করেছে। আটক আতিয়ারের বিরুদ্ধে মোড়েলগঞ্জ থানায় হত্যা মামলাসহ তিনটি মামলা রয়েছে।

Link copied!