ঢাকা রবিবার, ২৭ জুলাই, ২০২৫

দেড়মাস সংসার করার পর বুঝলেন স্ত্রী একজন পুরুষ

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ২৬, ২০২৫, ০৯:১২ পিএম
রাজবাড়ী লেখা সাইনবোর্ড। ছবি- সংগৃহীত

ফেসবুকে পরিচয়। এরপর প্রেম। শেষে পরিণয়। সংসারের বয়সও দেড়মাস। এরপর জানলেন তার স্ত্রী একজন পরুষ।

এমন লঙ্কাকান্ড ঘটেছে রাজবাড়ীতে। এ নিয়ে তোলপাড় শুরু হয়েছে ওই এলাকায়।

জানা গেছে, চট্টগ্রামের তানিয়ার (ছদ্মনাম)সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হয় ফজলের (ছদ্মনাম)। এরপর তাদের মধ্য প্রেমের সম্পর্ক গড়ে ওঠে । দীর্ঘদিন প্রেম করার পর গত ৭ জুন ফজলের বাড়িতে চলে আসেন তানিয়া ।

পরবর্তীতে পরিবারের সম্মতিতে বিয়ে হয়  তাদের। এরপর থেকেই বধূ হিসেবে সংসার করতে থাকেন ফজলের সঙ্গে।

কিন্তু  নানা কারণে সম্প্রতি ফজল ও তানিয়া আচরণে পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহ তৈরি হয়।

পরে শুক্রবার (২৫ জুলাই) বিকেলে পরিবারের লোকজন ও স্থানীয়রা নিশ্চিত হন নববধূ তানিয়া একজন পুরুষ। বিষয়টি জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিষয়ে ফজলে বলেন, বিয়ের পর থেকে তার আচরণ রহস্যজনক ছিল। তার কাছে গেলে বলতো, আমি এখন অসুস্থ। ডাক্তার আপাতত কাছে আসতে নিষেধ করেছেন।

তিনি বলেন, শুক্রবার তার আসল পরিচয় উন্মোচিত হয়। সকালে তাকে বাবার বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে।

তানিয়ার এনআইডি না থাকায় কাবিন রেজিস্ট্রি হয়নি বলেও  জানান তিনি।

ফজলের জানিয়েছেন, তার অভিনয়ে কেউ বুঝতে পারিনি সে ছেলে ছিল।

তানিয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি  বলেন,আমার হরমোনজাতীয় শারীরিক সমস্যা রয়েছে। তাই নিজেকে মেয়ে ভাবতে ভালো লাগে।

তিনি  এও বলেন , ফজলের সঙ্গে যা করেছি সেটা অন্যায় হয়েছে। এটা করা আমার ঠিক হয়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান বলেন, বিষয়টি পরিষদের এক মেম্বারের মুখ থেকে শুনেছি।