বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০৫:৫৩ পিএম

চার দিনে উড়োজাহাজ বানিয়ে আকাশ জয় রাজবাড়ীর রাহুলের

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ১২, ২০২৫, ০৫:৫৩ পিএম

রাহুল শেখের বানানো উড়োজাহাজ। ছবি- রূপালী বাংলাদেশ

রাহুল শেখের বানানো উড়োজাহাজ। ছবি- রূপালী বাংলাদেশ

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার প্রত্যন্ত বারমল্লিকা গ্রামের নবম শ্রেণির ছাত্র রাহুল শেখ (১৫) প্রমাণ করল—স্বপ্ন, ইচ্ছাশক্তি আর পরিশ্রম থাকলে অসম্ভব বলে কিছু নেই।

মাত্র চার দিনে নিজের হাতে বানিয়ে ফেলেছে বাংলাদেশ বিমান ৭৮৭ ‘অচিন পাখি’ মডেলের একটি উড়োজাহাজ, যা সফলভাবে আকাশে ওড়াতেও সক্ষম হয়েছে।

রাহুল স্থানীয় রামদিয়া বেনীমাধব বিপিনচন্দ্র উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের ছাত্র এবং কৃষক শামসুল শেখ ও গৃহিণী আলেয়া বেগমের সন্তান। দুই ভাই ও তিন বোনের মধ্যে সে সবচেয়ে ছোট। ছোটবেলা থেকেই বিজ্ঞান ও যন্ত্রপাতির প্রতি তার গভীর আগ্রহ। নানা ছোটখাটো গ্যাজেট বানানোর কারণে গ্রামে সে ‘ক্ষুদে বিজ্ঞানী’ নামে পরিচিত।

মাত্র ১৫ হাজার টাকা খরচে ইউটিউব থেকে শেখা জ্ঞান কাজে লাগিয়ে তৈরি করেছে উড়োজাহাজটি। প্রথম মডেলটি ওজন বেশি হওয়ায় উড়তে ব্যর্থ হলে অনেকে হাসাহাসি করলেও রাহুল হাল ছাড়েনি। চার দিনের টানা পরিশ্রমে দ্বিতীয় মডেল সফলভাবে আকাশে ওড়াতে সক্ষম হয় সে।

উড়োজাহাজ হাতে রাহুল শেখ। ছবি- রূপালী বাংলাদেশ

উড়োজাহাজ দেখতে এখন প্রতিদিনই ভিড় জমাচ্ছে এলাকার মানুষ। তার মা আলেয়া বেগম বলেন, ‘আমার ছেলে দিনরাত পরিশ্রম করে বিমান বানিয়েছে। এত লোক যখন ওর কাজ দেখতে আসে, আমার খুব ভালো লাগে। দোয়া করি, ভবিষ্যতে আরও বড় কিছু আবিষ্কার করুক।’

বাবা শামসুল শেখ বলেন, ‘রাহুল শুধু বিমানই নয়, ফ্যান-লাইটসহ অনেক কিছু বানিয়েছে। ওর প্রতি আমার সবসময় সহযোগিতা থাকবে।’

প্রতিবেশী মিঠু মল্লিক বলেন, ‘রাহুল আমাদের জেলার গর্ব। এ বয়সে এমন সাফল্য সত্যিই বিরল।’

প্রত্যন্ত গ্রাম থেকে আকাশ জয় করা এই কিশোরের সাফল্য দেখিয়ে দিল—অদম্য ইচ্ছা থাকলে গ্রামীণ প্রেক্ষাপট, সীমিত সুযোগ-সুবিধা কিংবা অর্থনৈতিক সীমাবদ্ধতা কোনো বাধাই হতে পারে না।

Shera Lather
Link copied!