শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


খুলনা প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০৪:৪৭ পিএম

খুলনা-৩ আসনে এনসিপির মনোনয়ন নিলেন আজিজুল খান আরমান

খুলনা প্রতিনিধি

প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৫, ০৪:৪৭ পিএম

আজিজুল খান আরমান। ছবি - সংগৃহীত

আজিজুল খান আরমান। ছবি - সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন গণঅভ্যুত্থানের অন্যতম নেতা ও বাংলাদেশ ছাত্র ইউনিয়নের ঢাকা মহানগরের সাবেক ছাত্রনেতা আজিজুল খান আরমান।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত ১০ টায় মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি।

তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় আজিজুল খান আরমান বলেন, ‘গণঅভ্যুত্থানের গর্ভ থেকে এনসিপির জন্ম হয়েছে। যে আকাঙ্ক্ষা থেকে আমরা ফ্যাসিস্ট শাসকের বিরুদ্ধে রাস্তায় নেমেছিলাম আমাদের সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি। কেন বাস্তবায়ন হয়নি তা আমরা সবাই জানি। এক দস্যুর দল পালিয়ে গেছে, এখন আরেক দস্যুর দল ক্ষমতায় যেতে উদগ্রীব, লোভাতুর হয়ে আছে। রাজনীতির এই নষ্ট সংস্কৃতি বদলে দেওয়ার আকাঙ্ক্ষা আমাদের।’

তিনি বলেন, ‘আমি, আমরা প্রতিশ্রুতিবদ্ধ- আমরা কালো টাকা, পেশি শক্তি ও নিকৃষ্ট লোকের নোংরা রাজনীতির বিরুদ্ধে লড়বো। আমার বিশ্বাস, দেশের জনগণ আমাদের লড়ায়ের শামিল হবে। কেননা এই লড়াই মুক্তিকামী জনগণেরও লড়াই।’

আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে আজিজুল খান আরমান বলেন, ‘আমাদের সামনে বাংলাদেশ পুনর্গঠনের সুযোগ এসেছে। সুযোগ এসেছে আমাদের সংসদীয় আসনগুলো পুনর্গঠনের।’

তিনি বলেন, ‘স্বাধীনতা পরবর্তী ৫৪ বছরের ইতিহাসে খুলনা-৩,(খালিশপুর, দৌলতপুর,খানজাহান আলী,) আসনে আমরা কোনো যথাযোগ্য নেতাকে নির্বাচিত করতে পারি নাই। দুঃখজনক হলেও সত্য, এই আসন থেকে আজ পর্যন্ত কোনো জাতীয় নেতা বের হয়নি।’

বাংলাদেশের ইতিহাসে এই আসনটি চির অবহেলিত একটি আসন উল্লেখ করে সাবেক এই ছাত্রনেতা বলেন, ‘এ আসনের তিন থানায় বড় ধরনের কোনো উন্নয়ন হয়নি। হয়নি এখানকার অধিবাসীদের জীবনমানের উন্নয়ন।’

‘আমি বৃহত্তর পরিসরে এবং সরাসরি জনতার সঙ্গে কাজ করবার অভিপ্রায় থেকে রাজনীতিতে এসেছি। তবে পুরনো দিনের রাজনীতিবিদদের মতো আমি আমার জনগোষ্ঠীকে কোনো মিথ্যা প্রতিশ্রুতি দেবো না। টাকা পয়সা দিয়ে ভোটও কিনবো না। জনগণ যদি পরিবর্তন চায়, রাষ্ট্রের সংস্কার চায়, সৎ ও দক্ষ নেতৃত্ব চায় তবে জনগণই আমাকে খুঁজে নেবে এই বিশ্বাস আমার আছে’

তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি, চব্বিশের গণঅভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশে আরেকটি অভ্যুত্থান হবে। সেটা হলো ভোটের অভ্যুত্থান। এবার ছাত্র-জনতার ভোটের অভ্যুত্থানে পালিয়ে যাবে আওয়ামী পরবর্তী জুলুমবাজের দল।’ 

নিজের ভূমিকাকে কার্যকর করতে সবার দোয়া, পরামর্শ ও সমর্থনের অনুরোধ জানিয়ে আজিজুল খান আরমান বলেন, ‘খালিশপুর, দৌলতপুর,খান জাহান আলী অধিবাসীরা আমার স্বজন। আমি আমার স্বজনদের বলবো, আমার ওপর আস্থা রাখুন। আমি দায় ও দরদের রাজনীতি করি। শুধু নির্বাচন বা ভোটকেন্দ্রিক নয়, আপনাদের সঙ্গে যে রাজনৈতিক যোগাযোগ স্থাপন হয়েছে তা আমি আমৃত্যু রক্ষা করবো। আমি আমার দেশের কাছে, দেশের মানুষের কাছে, আপনাদের কাছে ওয়াদাবদ্ধ। আমার জন্য কোনো পরামর্শ থাকলে জানাবেন।’

রূপালী বাংলাদেশ

Link copied!