জামায়াত আমাদের পুরোনো বন্ধু, এখন আলাদা ভোট করবে, ভোটের ময়দানে লড়াই হবে, তবে সে লড়াইকে প্রতিহিংসায় রূপ না দেওয়ার আহ্বান জানিয়েছেন সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক।
বিগত সরকারের আমলে সেনবাগ সরকারি হাসপাতালে অনিয়ম দুর্নীতি প্রসঙ্গে ফারুক বলেন, ১৬ বছর ক্ষমতা আকড়ে ছিলেন, এই হাসপাতালটার এ অবস্থা কেন, আজকে কেন শুনতে হলো হাসপাতাল ভবনটি ঝুঁকিপূর্ণ, কি করেছেন আপনারা? ইনশা আল্লাহ বিএনপি ক্ষমতায় গেলে এই হাসপাতাল বহুতল ভবনে রূপান্তরিত হবে।
শনিবার (১৫ নভেম্বর) বিকালে নোয়াখালীর সেনবাগ সরকারি হাসপাতালে সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে সেনবাগ সরকারি হাসপাতালে ওয়াটার কুলার উদ্বোধন, পঙ্গু-অসহায়দের মাঝে হুইলচেয়ার ও প্রবাসফেরত অসহায়দের মাঝে নগদ সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনাব ফারুক এসব কথা বলেন।
সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার প্রবীণ সদস্য, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক এম এ আজিম চৌধুরীর সভাপতিত্বে ও সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক নূর হোসাইন সুমনের সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সেনবাগ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাদিয়া আফরোজ, সেনবাগ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা আবদুল মালেক, নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহবায়ক মুক্তার হোসেন পাটোয়ারী, সেনবাগ হাসপাতালের আর এম ও ডা. কামাল হোসেন।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, সেনবাগ পৌর বিএনপির সদস্যসচিব সহিদ উল্যাহ, পৌর জামায়াতের আমির মাওলানা ইয়াছিন মিয়াজি, সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক শহিদুল্লাহ মিন্টু, বাহরাইনপ্রবাসী ও প্রবাসী কল্যাণ সংস্থার পরিচালক আমিরুল ইসলাম বাদশা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন