চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসনে মনোনয়ন পেতে ইতোমধ্যে তৎপরতা শুরু করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একাধিক প্রার্থী। প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলটির দুই নেতা।
ইতিমধ্যে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা জুবাইরুল আলম মানিক, চট্টগ্রাম মহানগর কমিটির সমন্বয়কারী রিদুয়ান হৃদয়। গুঞ্জন শোনা যাচ্ছে, চট্টগ্রাম-১৩ আসন থেকে মনোনয়ন নিতে পারেন চট্টগ্রাম দক্ষিণ জেলা এনসিপির সমন্বয়ক সদস্য আকাশ নুর। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এমন গুঞ্জন ছড়িয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে পরিচিতি পাওয়া এই তরুণ নেতা।
চট্টগ্রাম-১৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সরওয়ার জামাল নিজাম। তবে বাংলাদেশ জামায়াতে ইসলামের অধ্যাপক মাহমুদুল হাসান চৌধুরী প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন। ইসলামী আন্দোলন বাংলাদেশ মাওলানা এরফানুল হক হালিমকে প্রার্থী ঘোষণা করে প্রচারে নেমেছেন। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মাওলানা এস. এম. শাহজাহান ও জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) প্রার্থী চট্টগ্রাম মহানগর এনডিএম সভাপতি মোহাম্মদ একরাম চৌধুরী। তবে গণ অধিকার পরিষদ এখনো তেমন কোনো সক্রিয়তা দেখাতে পারেনি।
আনোয়ারা উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, ‘চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) আসন থেকে অনেকে মনোনয়ন ফরম সংগ্রহ করছে। দল যাকে মনোনয়ন দেবে আমরা তার পক্ষে কাজ করব। তবে ত্যাগী ও আপোষহীন, ক্লিন ইমেজ নেতা আকাশ নুর আকর্ষণীয় এক বিকল্প হয়ে উঠেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্ব দিয়ে পরিচিতি পাওয়া এই তরুণ নেতা সুযোগ পেলে এনসিপির পক্ষ থেকে পরিবর্তনের রাজনীতি প্রতিষ্ঠায় কাজ করতে পারবেন।’

-20251115182611.webp)

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন