চট্টগ্রাম নগরের এনায়েতবাজার এলাকায় দেড় হাজার টাকা পাওনা নিয়ে কথা–কাটাকাটির জেরে ছুরি দিয়ে কুপিয়ে আকাশ ঘোষ নামে এক মোবাইল ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
শনিবার (১৫ নভেম্বর) দুপুরে র্যাব-৭–এর চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন সিপিসি-৩-এর কোম্পানি কমান্ডার লে. মো. তাওহিদুল ইসলাম।
গ্রেপ্তাররা হলেন- মো. সানি (২৪), মো. ইউছুফ (৩৫) ও শাকিল আলম ফয়সাল (২৬)।
র্যাব জানায়, হত্যাকাণ্ডের মূলহোতা সানিকে শুক্রবার রাতে চন্দনাইশ থেকে গ্রেপ্তার করা হয়। তার দেওয়া তথ্যে পরবর্তীতে কোতোয়ালি থানার চৈতন্য গলি এলাকা থেকে ইউছুফ ও শাকিলকে গ্রেপ্তার করা হয়।
লে. তাওহিদুল ইসলাম বলেন, এক মাস আগে সানি তার মোবাইল ফোনের ডিসপ্লে পরিবর্তন ও মেরামতের কাজ দেন আকাশকে। মোট ১ হাজার ৫০০ টাকার চুক্তি হলেও তিনি এর কিছু অংশ পরিশোধ করেছিলেন।
তিনি আরও জানান, বাকি টাকা চাওয়াকে কেন্দ্র করে বৃহস্পতিবার রাতে সানি আকাশকে কোতোয়ালি এলাকার কসাইপাড়ায় ডেকে নেন এবং পূর্বপরিকল্পিতভাবে তাকে ছুরিকাঘাত করেন।
আহত অবস্থায় স্থানীয়রা আকাশকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন