রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাজার বণিক সমিতির সাবেক সভাপতি খোন্দকার মশিউল আজম চুন্নুসহ তিন ব্যবসায়ীর নামে মিথ্যা মামলার প্রতিবাদে ডাকা অর্ধদিবস হরতাল চলছে।
মঙ্গলবার (১৯ আগস্ট) ভোর থেকে শুরু হওয়া এই হরতালে বালিয়াকান্দি থেকে দূরপাল্লার সব যানবাহন চলাচল বন্ধ রয়েছে। অধিকাংশ দোকানপাটও বন্ধ রয়েছে।
এর আগের দিন সোমবার (১৮ আগস্ট) বিকেলে বালিয়াকান্দি বাজারের ব্যবসায়ী ও সাধারণ মানুষের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক হরতালের ঘোষণা দেন। এ সময় বাজার কমিটির সভাপতি ওসমান গণি মানিকও উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত ১৫ আগস্ট দুপুরে ইতালি প্রবাসী মাসুম শেখের কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ ওঠে খোন্দকার মশিউল আজম চুন্নু, তার ছেলে শিবলুসহ কয়েকজনের বিরুদ্ধে। চাঁদা না দিলে প্রবাসীকে মারধর করা হয় বলেও অভিযোগ করা হয়।
এ ঘটনায় প্রবাসীর স্ত্রী পলি আক্তার সোমবার (১৮ আগস্ট) বালিয়াকান্দি আমলি আদালতে মামলা দায়েরের আবেদন করেন। আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মহসিন হাসান বিষয়টি আমলযোগ্য অপরাধ হিসেবে লিপিবদ্ধ করার জন্য বালিয়াকান্দি থানার ওসিকে নির্দেশ দেন।
মামলার পর থেকেই বালিয়াকান্দির ব্যবসায়ী ও বিএনপি ঘরানার নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
হরতালে কোনো ধরনের নাশকতা ঠেকাতে পুরো উপজেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল জোরদার করা হয়েছে। হরতাল চলবে দুপুর ২টা পর্যন্ত।
বালিয়াকান্দি থানার ওসি মো. জামাল উদ্দিন বলেন, ‘বাজার ব্যবসায়ী সমিতির ডাকা হরতালে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে লক্ষ্যে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’
এদিকে, রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সুকুমার ভৌমিক জানিয়েছেন, হরতালের প্রভাব থাকলেও বাস চলাচল স্বাভাবিক রয়েছে।