ঢাকা শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

কালুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ২২

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০৮:০৭ পিএম
দুর্ঘটনা কবলিত বাস-ট্রাক। ছবি- রূপালী বাংলাদেশ

রাজবাড়ীর কালুখালীতে যাত্রীবাহী বাস ও পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২২ জন আহত হয়েছেন।

শনিবার (২৩ আগস্ট) বেলা ৩টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মোহনপুর-সোনাপুর বাসস্ট্যান্ডের মাঝামাঝি এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়াগামী সরকার পরিবহনের একটি যাত্রীবাহী বাস (নম্বর-ব ১১-০০৭০) এবং ঢাকামুখী সুবর্ণ এগ্রো ট্রাক (নম্বর-ট ২২-৪৬০৮) নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষে জড়ায়। এতে বাসের যাত্রীসহ ট্রাকের চালক ও সহকারী গুরুতর আহত হন।

দুর্ঘটনার পরপরই কালুখালী ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ও ট্রাফিক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালসহ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

হাইওয়ে থানার ওসি হারুন অর রশিদ জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও বর্তমানে মহাসড়কে স্বাভাবিক পরিবহন চলাচল শুরু হয়েছে।