শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ০৬:২৬ পিএম

শিকলবন্দি দুই জীবন

চিকিৎসার অভাবে অন্ধকারে ভাইবোনের ভবিষ্যৎ

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ০৬:২৬ পিএম

ভাইবোনের মানসিক অসুস্থতার কারণে শিকলবন্দি জীবনযাপন। ছবি- রূপালী বাংলাদেশ

ভাইবোনের মানসিক অসুস্থতার কারণে শিকলবন্দি জীবনযাপন। ছবি- রূপালী বাংলাদেশ

রাজবাড়ীর পাংশা উপজেলার মেঘনা মোল্লাপাড়া গ্রামের দুই ভাইবোন জালাল মোল্লা (৩৫) ও হাজেরা খাতুন (২৭) মানসিক অসুস্থতার কারণে শিকলবন্দি জীবনযাপন করছেন।

একসময় সুস্থ ও স্বাভাবিক ছিলেন জালাল। মাঠে কঠোর পরিশ্রম করে সংসার চালাতেন তিনি। কিন্তু হঠাৎ করেই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। অপরদিকে হাজেরা একজন সন্তানের মা ছিলেন। তবে সন্তান পানিতে ডুবে মারা গেলে শোকে ভেঙে পড়েন তিনি, হারান মানসিক ভারসাম্য, ভেঙে যায় সংসারও।

অসহায় বাবা-মা সন্তানদের চিকিৎসার আশায় পাবনা মানসিক হাসপাতালে নিয়ে গিয়েছিলেন। কিন্তু অর্থের অভাবে মাঝপথেই চিকিৎসা থেমে যায়। অস্বাভাবিক আচরণের কারণে অসহায় হয়ে পড়েন তারা। শেষ পর্যন্ত নিরুপায় হয়ে বাবা-মা তাদের পায়ে শিকল পরাতে বাধ্য হন।

বৃদ্ধ বাবা ফজাই মোল্লা বলেন, ‘আমার ছেলেটা একসময় পুরোপুরি সুস্থ ছিল। কাজ করে সংসার চালাত। কিন্তু রোগ ধরা পড়ার পর চিকিৎসার টাকার জোগাড় করতে পারিনি। মেয়ের সন্তান মারা যাওয়ার পর তারও মাথার সমস্যা হয়। এখন তাদের সামলাতে আমরা ক্লান্ত।’

কান্নাজড়িত কণ্ঠে মা আকিরন বলেন, ‘আমার সন্তানরা মাঝে মাঝে আমাকে মারধর করে। কিন্তু মা কি সন্তানকে ফেলে রাখতে পারে? তাই রান্না করে রেখে দিই, তারা যখন খুশি খেয়ে নেয়। কষ্ট যতই হোক, মা তো মায়ের জায়গাতেই থাকে।’

এলাকাবাসীর দাবি, সরকারি সহযোগিতা নিশ্চিত হলে এখনো সঠিক চিকিৎসার মাধ্যমে দুই ভাইবোনকে স্বাভাবিক জীবনে ফেরানো সম্ভব।

পাংশা উপজেলা নির্বাহী অফিসার এস. এম. আবু দারদা জানান, ‘তারা প্রতিবন্ধী ভাতা পাচ্ছেন। তবে আরও সহায়তা পেতে হলে পরিবারের পক্ষ থেকে আবেদন করতে হবে। আবেদন পেলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।’

Link copied!