ঢাকা রবিবার, ১৩ জুলাই, ২০২৫

রাজশাহী-২ আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

রাজশাহী ব্যুরো
প্রকাশিত: জুলাই ৯, ২০২৫, ০৯:৫৭ পিএম
জামায়াত নেতা ডা. মোহাম্মদ জাহাঙ্গীর। ছবি- রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজশাহী-২ (সদর) আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ আসনে দলটি রাজশাহী মহানগর শাখার নায়েব আমীর ডা. মোহাম্মদ জাহাঙ্গীরকে প্রার্থী হিসেবে মনোনীত করেছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে জামায়াতের পার্লামেন্টারি বোর্ডের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি শাহাদৎ হোসাইন।

ডা. মোহাম্মদ জাহাঙ্গীর দীর্ঘদিন ধরে সংগঠনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন। তিনি একসময় রাজশাহী মহানগর ছাত্রশিবিরের সভাপতি ছিলেন। পরবর্তীতে মহানগর জামায়াতের সেক্রেটারির দায়িত্বও পালন করেন। পেশাগতভাবে তিনি একজন চিকিৎসক এবং বর্তমানে ইসলামী ব্যাংক মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানেসথেসিয়া বিভাগের প্রধান হিসেবে কর্মরত।

উল্লেখ্য, রাজশাহীতে মোট ছয়টি সংসদীয় আসন রয়েছে। গত ফেব্রুয়ারিতে জামায়াত বাকি পাঁচটি আসনে তাদের প্রার্থীদের নাম ঘোষণা করলেও সদর আসনের প্রার্থী তখন ঘোষণা করা হয়নি। প্রায় চার মাস পর এ আসনের প্রার্থী হিসেবে ডা. জাহাঙ্গীরের নাম প্রকাশ করল দলটি।