সরকারি ডাক বিভাগের একটি অফিস ভবনে ডাকঘরের কোনো কার্যক্রম নেই—বরং সেখানে চলছে মোবাইল সার্ভিসিংয়ের ব্যবসা! ঘটনাটি ঘটেছে রাজশাহীর গোদাগাড়ী উপজেলার চর আষাড়িয়াদহ ইউনিয়নের সাব-পোস্ট অফিসে।
বৃহস্পতিবার (৭ আগস্ট) সরেজমিনে গিয়ে দেখা যায়, ডাকঘর হিসেবে চিহ্নিত ভবনটির সামনে চিঠির বাক্স থাকলেও ভেতরে মোবাইল সার্ভিসিং দোকান চালানো হচ্ছে। বারান্দা ও মূল কক্ষে ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে মোবাইল ফোন, চার্জার, সার্ভিসিং কিট ও অন্যান্য ইলেকট্রনিক যন্ত্রাংশ।
দোকানে বসে থাকা রুবেল নামের এক ব্যক্তি জানান, তিনি দোকানদার এবং পোস্টমাস্টারের অনুমতিতে সেখানে বসেছেন।
রুবেল বলেন, ‘আমি উদ্যোক্তা না। পোস্টমাস্টার সাহেব আমাকে বসতে দিয়েছেন। কোনো মাসে ৪০০, কোনো মাসে ৫০০ টাকা ভাড়া দিই। তিনি বললে চলে যাব।’
স্থানীয় বাসিন্দারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন। শিক্ষার্থী ইমাম হোসেন বলেন, ‘চর আষাড়িয়াদহ ইউনিয়নে একটিই পোস্ট অফিস, সেটিও এখন ব্যক্তিগত দোকানে রূপ নিয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক।’
নিশান আলী নামে একজন বলেন, ‘সরকারি অফিস যেখানে, সেখানে মোবাইল সার্ভিসিং! কোনো নিরাপত্তা, কোনো নিয়মকানুন কিছুই নেই।’
সাব-পোস্ট মাস্টার গোলাম জার্জিস বলেন, ‘আমার এখানে কোনো উদ্যোক্তা নেই। তাই একজনকে অফিস দেখা-শোনার জন্য বসতে দিয়েছি। তবে সে মোবাইল সার্ভিসিং করছে, যা অনুমোদিত নয়। তাকে অফিস ছাড়তে বলেছি, সে এখনো যায়নি।’
তিনি আরও বলেন, ‘দোকান ভাড়ার টাকায় আমি মাসে ১০০ টাকা সরকারি অফিসে জমা দিই।’
এ বিষয়ে ডাক বিভাগের উত্তরাঞ্চলের পোস্টমাস্টার জেনারেল কাজী আসাদুল ইসলাম বলেন, ‘সরকারি ভবন কোনোভাবেই ভাড়া দেওয়া যাবে না। এটি সম্পূর্ণ অবৈধ। মোবাইল সার্ভিসিংয়ের বিষয়টি আমার জানা ছিল না। এখনই সংশ্লিষ্ট কর্মকর্তাকে ব্যবস্থা নিতে নির্দেশ দিচ্ছি।’
আপনার মতামত লিখুন :