কাপ্তাই হ্রদের পানি বিপৎসীমার নিচে নেমে এসেছে। ফলে পানি ছাড়ার ৭ দিন পর বন্ধ করে দেওয়া হলো রাঙামাটির বাঁধের ১৬টি জলকপাট।
মঙ্গলবার (১২ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে কেন্দ্রের ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান বলেন, সোমবার রাত ৯টায় কাপ্তাই লেকের পানির উচ্চতা ১০৭.৩৪ ফুট মিনাস সি লেভেলের নিচে নেমে আসায় আজ সকাল ৮টায় পানি বিদ্যুৎ কেন্দ্রের সবকটি জলকপাট বন্ধ করে দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, মঙ্গলবার সকাল ৭টায় কাপ্তাই লেকে পানির উচ্চতা ছিল ১০৭.০৬ ফুট মিনাস সি লেভেল। অর্থাৎ বৃষ্টি না হওয়ায় ধীরে ধীরে লেকে পানির উচ্চতা কমে আসছে।
রাঙামাটির কাপ্তাই লেকের পানির উচ্চতা বিপৎসীমার ওপরে অতিক্রম করায়, অর্থাৎ ১০৯ ফুটের প্রায় কাছাকাছি চলে আসায় গত ৫ আগস্ট দিবাগত রাত ১২টা ৫ মিনিটে কাপ্তাই পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের (কপাবিকে) ১৬টি জলকপাট ৬ ইঞ্চি করে ছেড়ে দেওয়া হয়। এতে প্রতি সেকেন্ড ৯ হাজার কিউসেক পানি কাপ্তাই লেক থেকে কর্ণফুলি নদীতে নিষ্কাশন করা হয়েছিল।
পরবর্তীতে বৃষ্টি অব্যাহত থাকায় উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে লেকের পানি অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় কেন্দ্রের জলকপাট দেড় ফুট, পরবর্তীতে আড়াই ফুট এবং সর্বোচ্চ সাড়ে ৩ ফুট পর্যন্ত ছেড়ে দেওয়া হয়েছিল। কাপ্তাই লেকের পানির ধারণক্ষমতা ১০৯ ফুট মিনাস সি লেভেল।